ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সৈনিক সজল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১

এই সময়ের জনপ্রিয় অভিনেতা সজলকে এবার একজন সৈনিকের বেশে দেখা যাবে। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় নির্মিত ঈদের নাটক ‘০০৭’ এ সজল প্রথমবারের মতো একজন ইউনিফর্মধারী সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন।

এতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, সুমাইয়া শিমু, ডা. এজাজুল ইসলাম প্রমুখ।
 
‘০০৭’ নাটকের গল্পে দেখা যাবে সুমাইয়া সিমু সদ্য বিদেশ থেকে দেশে এসেছেন। দেশে ফিরে আসার আগে বাবা-মাকে শর্ত দিয়েছেন যে,  দেশে যদি তাকে কোন প্রকার মশা মাছি কামরায় তবে সে আবার বিদেশে চলে যাবে। এরকম একটি পরিস্থিতিতে মশা মাছি মারার দায়িত্ব দেয়া হয় একটি সিকিউরিটি ফোর্সকে। সে ফোর্সের দল প্রধান ডাঃ এজাজুল ইসলাম ও তার অধীনস্থ সৈনিক সজল। তাদের কাজ হল সিমুর বাড়ির সকল মশা মাছি মারা দূর করা।

এরকমই একটি মজার গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘০০৭’। নাটকটি সম্পর্কে নাট্যকার ও নির্মাতা ফেরদৌস হাসান বলেন, ঈদ উপলক্ষে একটি কমেডি ধাঁচের নাটক নির্মাণ করেছি যেখানে বায়োডাইর্ভাসিটির ব্যাপারটা রূপক অর্থে দেখানো হয়েছে। আশা করি নাটকটি পরিবারের সবাই মিলে উপভোগ করবে।

বাংলাদেশ সময় ১৮২৫, আগস্ট ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।