ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মাইলসের স্টুডিও কনসার্টে থাকছে ‘প্রতিচ্ছবি’

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

মাইলস মানেই টোটাল মিউজিক, মাইলস মানেই স্টেজ কাঁপানো পারফর্মেন্স। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ডটি প্রতিষ্ঠার তিন দশক পূর্ণ করেছে গতবছর।

কিন্তু তারপর পরই ভুল বোঝাবুঝির কারণে ব্যান্ডটি ভাঙ্গনের মুখোমুখি হয়। অবশ্য সেই সংকট কেটে গেছে। শাফিন আহমেদ ব্যান্ডে ফিরে আসার পর যেন আবার নতুন করে পুরোনো মাইলস জ্বলে উঠেছে।

এই ঈদে মাইলস প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত লাইভ কনসার্টে। পাশাপশি নতুন অ্যালবাম ‘প্রতিচ্ছবি’ নিয়ে শ্রোতাদের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে মাইলস।

প্রতিষ্ঠার পর থেকে প্রায় প্রতিবছরই জনপ্রিয় ব্যান্ড মাইলস বিভিন্ন চ্যানেলের ঈদের অনুষ্ঠান মালায় অংশ নিয়ে আসছে। তবে এই প্রথমবারের মতো তারা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত একটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। মাইলসের এই ঈদ স্পেশাল কনসার্ট প্রচার হবে এটিএন বাংলায়। এই লাইভ স্টুডিও কনসার্টে মাইলস তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশনের পাশাপাশি ফোনে দর্শকদের অনুরোধের গানও গাইবে। একই সঙ্গে মাইলসের সদস্যরা ফোনে দর্শকদের করা প্রশ্নের সরাসরি উত্তর দিবেন। মাইলস আর দর্শকদের মধ্যে যোগসূত্র তৈরির কাজটি করবেন দেশের জনপ্রিয় গায়িকা শাকিলা জাফর। তার উপস্থাপনাতে এটিএন বাংলায় ঈদের ৩য় দিন রাত ১০টা ৪০ মিনিটে। সরাসরি সম্প্রচার হবে মাইলসের স্টুডিও কনসার্ট।
 
এই স্টুডিও কনসার্টে অংশ নেওয়া প্রসঙ্গে ব্যান্ড প্রধান হামিন আহমেদ বলেন, আমরা আমাদের গানে ভক্ত-শ্রোতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাই বলেই লাইভ অনুষ্ঠানে অংশ নেওয়া। দেশে বিদেশে ছড়িয়ে আছে মাইলসের অসংখ্য ফ্যান। আমরা তাদের চাওয়া পাওয়ার কথা শুনতে চাই। দর্শক-শ্রোতার অনুরোধের গান গেয়ে বাড়াতে চাই তাদের ঈদ আনন্দ।

ইদানীং মাইলসকে বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করতে দেখা গেলেও অডিও সেক্টরে তারা প্রায় পাঁচ বছর ধরে অনুপস্থিত। তাদের সর্বশেষ অ্যালবাম ‘প্রতিধ্বনী‘ বেরিয়েছিল ২০০৬ সালে। তারপর গত দু বছর ধরে ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন অ্যালবাম ‘প্রতিচ্ছবি’-এর কাজ চলছে। কিন্তু অ্যালবামটি আলোর মুখ দেখে নি। সম্প্রতি অবশ্য মাইলসের নতুন অ্যালবামটির কিছু গান গ্রামীণ ফোনের মিউজিক রেডিও থেকে শোনা যাচ্ছে।

নতুন অ্যালবাম প্রসঙ্গে জানতে চাইলে মাইলসের ভোকাল ও বেজবাদক শাফিন আহমেদ বলেন, অনেকটাই গুছিয়ে আনা হয়েছে নতুন অ্যালবাম ‘প্রতিচ্ছবি’র কাজ। অ্যালবামের সবগুলো গানের রেকর্ডিং কাজই শেষ। দু-একটা গানের সামান্য কিছু ফাইনাল টাচ বাকি আছে। অ্যালবামটির ৫টি গান এরই মধ্যে গ্রামীণ ফোনের মিউজিক রেডিওতে বাজানো হচ্ছে। শিগগিরই আমাদের নতুন অ্যালবাম ‘প্রতিচ্ছবি’-এর বাকি ৫টি গানও শ্রোতারা সেখানে শুনতে পাবেন। আশা করছি দুমাস পর অর্থ্যাৎ কোরবানী ঈদের আগে সিডি আকারে অ্যালবামটি শ্রোতাদের হাতে পৌছে দেওয়া সম্ভব হবে।

দীর্ঘ ৫ বছর বিরতির পর অ্যালবাম বের করা প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন, ভালো কাজ করার জন্য সবসময়ই একটু বেশি সময় লাগে। সৃষ্টিশীল কাজের জন্য যে পরিবেশ-পরিস্থিতির দরকার হয় তা মাঝখানে অনেকটা সময় অনুপস্থিত ছিল। তাছাড়া বর্তমানে পাইরেসির প্রাদুর্ভাবের কারণেও কোম্পানিগুলো আগের মতো অ্যালবামের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। এ অবস্থায় মোবাইল ফোন কোম্পানীগুলো এগিয়ে আসায় আমরা নতুন করে আশার আলো দেখছি।

শাফিন আহমেদ জানালেন, এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হওয়া লাইভ কনসার্টে নতুন অ্যালবাম ‘প্রতিচ্ছবি’-এর কিছু গান পরিবেশন করার পরিকল্পনা তারা নিয়েছেন।

‘প্রতিচ্ছবি’ মাইলসের নবম অ্যালবাম। নিজস্ব সুর ও সঙ্গীতে এ অ্যালবামটিতে স্থান পেয়েছে তাদের নিজস্ব ধারার পাশাপাশি বর্তমান প্রজন্মের চাহিদা অনুযায়ী রুচিসম্মত কিছু বাণিজ্যিক ধারার গান।

মাইলসের বর্তমান লাইন আপ
শাফিন আহমেদ : ভোকাল ও বেজ গিটার
হামিন আহমেদ (দলপ্রধান) : গিটার ও ভোকাল
মানাম আহমেদ : কি-বোর্ড
ইকবাল আসিফ জুয়েল : লিড গিটার
সৈয়দ জিয়াউর রহমান তূর্য : ড্রামস

মাইলসের প্রকাশিত অ্যালবাম
সেলফ টাইটেল/ ইংরেজি (১৯৮২)
এ স্টেপ ফারদার/ ইংরেজি (১৯৮৬)
প্রতিশ্রুতি (১৯৯১)
প্রত্যাশা (১৯৯৩)
প্রত্যয় (১৯৯৬)
প্রয়াস (১৯৯৮)
প্রবাহ (২০০১)
প্রতিধ্বনি (২০০৬)
প্রতিচ্ছবি (২০১১)।

মাইলসের নির্বাচিত সেরা দশ
চাঁদ তারা সূর্য নও তুমি
জ্বালা জ্বালা এ মন জুড়ে
ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে
সে কোন দরদীয়া আমার
আর কতকাল খুঁজবো তোমায়
ফিরিয়ে দাও আমারই প্রেম
নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেলো
হৃদয়হীনা কখনো কি তোমার মনে পড়ে না
প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে


বাংলাদেশ সময় ১৫৫০, আগস্ট ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।