ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সালমান খানের সফল অস্ত্রোপচার

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১১

মুম্বাই: বডিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বৃহস্পতিবার সফল অস্ত্রোচার করেছেন চিকিৎসকরা। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য তাকে ১৫দিনের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তারা।



ট্রাইগেমিনাল নিউরালগিয়ায় ভুগছিলেন সালমান। এজন্য মুখে তীব্র ব্যথা অনুভব করায় অস্ত্রোপচারের উদ্দেশ্যে গত ২৯ আগস্ট মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে যান তিনি।

বার্তা সংস্থা পিটিআই জানায়, বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার করা হয় সালমানের। শুটিং আর ডাবিং করার মতো সুস্থ হতে তাকে বিশ্রামে থাকতে হবে আগামী ১৫ দিন। অবস্থার উন্নতি বোঝার জন্য পরে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হবে তার। বিশ্রাম শেষে ‘এক থা টাইগার’ ছবির শুটিং করতে দক্ষিণ আফ্রিকায় যাবেন তিনি।
salman-khan-2
‘দাবাং’ খ্যাত এই অভিনেতা ২০০৭ সালের পর থেকে ভুগছেন এ রোগে। গত বছরও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন সালমান।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।