ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

একসঙ্গে এসডি রুবেল ও কোনাল

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

দুই প্রজন্মের দুই শিল্পী এসডি রুবেল ও কোনাল। প্রথমবারের মতো এবার তারা একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন।

এসডি রুবেলের নিজস্ব স্টুডিওতে সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির কথা লিখেছেন কৃষ্ণ দাস। সুর  ও সঙ্গীতায়োজন করেছেন এস ডি রুবেল নিজেই।

‘তুমি শরতের আকাশে ভেসে যাওয়া এক ফালি মেঘ, তুমি শ্রাবণের দিনে কদম ফুলে ভেজা আবেগ’ শীর্ষক এ গানটি বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচার করা হবে।

এস ডি রুবেল প্রথম দ্বৈত গান করেন সাবিনা ইয়াসমিনের সাথে ‘আশা আমার আশা’ ছবিতে। অন্যদিকে কোনাল প্রথম দ্বৈত গান করেন পলাশের সাথে ‘মায়ের জন্য পাগল’ ছবিতে। দুই শিল্পীই প্রথম দ্বৈত গানে কণ্ঠ দেন চলচ্চিত্রে।

নতুন প্রজন্মের শিল্পী কোনালের সঙ্গে প্রথমবার গান গাওয়া প্রসঙ্গে এস ডি রুবেল বলেন, একজন নতুন শিল্পী হিসেবে কোনালের কাছে আমি যা আশা করেছিলাম তারচেয়ে অনেক ভালো গেয়েছেন। তার কন্ঠ সত্যিই অনেক মেলাডিয়াস। এমন কন্ঠের যথাযথ প্রয়োগ হওয়া উচিত বলে আমি মনে করি।

গানটি প্রসঙ্গে কোনাল বললেন, রুবেল ভাই গুণী একজন শিল্পী। পুরো গানটি তিনি এমনভাবে তৈরি করেছেন যা শ্রোতাদের মধ্যে একধরণের আবেশ তৈরি করবে। আমি চেষ্টা করেছি ভালোভাবে গাওয়ার। এসডি রুবেলের মতো সিনিয়র শিল্পীর সঙ্গে গান গাইতে পেরে আমি আনন্দিত।

এস ডি রুবেল ও কোনালের দ্বৈতকণ্ঠে গাওয়া এই গানটি বিটিভির তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘কালান্তর’-এ প্রচারিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর । অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করছেন শরীফ তালুকদার। একই অনুষ্ঠানে আরো গান গাইবেন ঝিলিক ও  সুইটি। সাক্ষাৎকার পর্বে উপস্থিত থাকবেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক। এছাড়াও নৃত্য পরিবেশন করবেন কচি রহমান ও  জ্যোতি।     

বাংলাদেশ সময় ১৮১৫, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।