ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

লন্ডনবাংলা রেডিও’র আরজে ইকবালের বিজনেস টুডে

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১১

লন্ডন প্রবাসী বাংলাদেশের তরুণ ইকবাল ফেরদৌস। লন্ডনের রেডিও স্টেশন ‘লন্ডনবাংলা’-এর আরজে হিসেবে প্রবাসী বাঙালিদের কাছে তিনি সুপরিচিত।

শুধু আরজে হিসেবেই নয়, একজন সফল অর্গানাইজার হিসেবে যুক্তরাজ্যের মিডিয়াতে তিনি পেয়েছেন ব্যাপক পরিচিতি। যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ এক্সপো ২০১১’র অন্যতম সংগঠক হিসেবে কাজ করছেন তিনি।

আগামী মাসের ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিতব্য এই বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ এক্সপোতে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের সম্মিলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার সমন¦য়ের দায়িত্ব পালন করছেন ইকবাল ফেরদৌস।

ইকবাল ফেরদৌস এবার বাংলাদেশের জন্য টিভি অনুষ্ঠান নির্মাণ করতে যাচ্ছেন।   খুব শিগগিরই বিশ্বসেরা ব্র্যান্ড অধিকর্তাদের তার নির্মিত প্রামাণ্য অনুষ্ঠান ‘বিজনেস টুডে’Ñএর প্রচার শুরু হবে এটিএন বাংলায়।

অনুষ্ঠানটি প্রসঙ্গে ইকবাল বলেন, ‘আমরা সাধারণত বিভিন্ন চ্যানেলের লোকাল ব্র্যান্ডগুলোর বাজার দর ও ব্যবসানীতি নিয়ে অনুষ্ঠান তৈরি করি। কিন্তু বিশ্বসেরা ব্র্যান্ড যেমন অ্যাপল, ম্যাকডোনাল্ড বা নাইকিসহ এ ধরনের ব্র্যান্ড কারা প্রতিষ্ঠা করেছে, বা কিভাবে তারা এত সফলতা পেল। এই সব খবর জানতে অনেক দর্শকেরাই কৌতুহলি। আমি তাদের সাথে সরাসরি যোগাযোগ করে ইন্টারভিউ ভিত্তিক এ ধরনের ডকুমেন্টারি তৈরি করার পরিকল্পনা নিয়েছি। আশা করি দর্শকেরা এটি উপভোগ করবেন।

বাংলাদেশের একজন আরজে হিসেবে লন্ডন বেতার বাংলা স্টেশনের হয়ে ইকবাল শানায়া টোয়াইন, কোরস, বনজভিসহ বিশ্বসেরা তারকাদের ইন্টারভিউ নিয়েছেন।

এর বাইরে নিজের উদ্যোগে তৈরি করেছেন একটি আন্তর্জাতিক মানের পিআর প্রতিষ্ঠান ‘পিআর কানেকশন’। যার ব্যানারে বিশ্বসেরা ইভেন্টের যাবতীয় সাপোর্ট সরবরাহ করছেন তিনি।

বাংলাদেশ সময় ১৮৫০, সেপ্টেম্বর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।