ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ফার্নিচারের যত্নে...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মে ৩০, ২০১১

আমাদের ঘরের বেশির ভাগ অংশ জুড়ে থাকে ফার্নিচার । অন্যদের সঙ্গে আমাদের রুচির পরিচয় করিয়ে দেয় ফার্নিচারের সৌন্দর্য।

আপনার ঘরে দামি দামি আসবাব যদি অযত্নে পড়ে থাকে তবে দাম দিয়ে ফার্নিচার কিনলেও কোনো লাভ হবে না। বরং আসবাব যেমনই হোক তা হতে হবে পরিস্কার, ঝকঝকে। সারা বছরই ফার্নিচারের যত্ন নিতে হয়, তবে বৃষ্টির মৌসুমে এই যত্ন অপরিহার্য।
 
আসুন আমাদের প্রিয় ঘরের ফার্নিচারের কেমন করে সহজেই যত্ন নিতে পারি তার কয়েকটি নিয়ম জেনে নেই-

নিয়মিত শুকনো ও নরম কাপড় দিয়ে কাঠের আসবাব পরিস্কার করুন।

আসবাবের খাঁজে ধুলো যেন জমে না থাকে। ভ্যাকুয়াম ক্লিনারও ব্যবহার করতে পারেন। তবে ভেজা কাপড় দিয়ে মুছবেন না। এতে আসবাবের ওপর দাগ পরতে পারে ।

আসবাবের পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে নিমের তেল স্প্রে করতে পারেন।
 
ঘরের যে অংশটিতে বেশি রোদ পড়ে সেখানে কখনো কাঠের আসবাব রাখবেন না।

বছরে অন্তত একবার ফার্নিচার পলিশ করুন।

ডাইনিং টেবিলে কখনোই সরাসরি গরম জিনিস রাখবেন না। টেবিল ক্লথ ব্যবহার করুন।

মাঝে মাঝে আসবাবের ডেকোরেশন পরিবর্তন করুন।

কাঠের আসবাব এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর সময় খেয়াল রাখুন ফার্নিচারের জয়েন্ট পয়েন্টগুলো ঠিক আছে কি না।

ফার্নিচার ঘরের সম্পদ, এর সঠিক যত্ন নিলে আমরা বহু বছর ধরে এগুলো নতুনের মতোই ব্যবহার করতে পারবো। আর এতে করে আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এবং অর্থও সাশ্রয় হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।