ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

খাওয়ার টেবিলে সৌজন্য...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মে ৩১, ২০১১
খাওয়ার টেবিলে সৌজন্য...

আমরা রান্নার বিষয়ে কথা বলি। রেসিপি ফলো করে রান্নার পর সুন্দর করে পরিবেশন করারও চেষ্টা করি।

কিন্তু যখন খেতে বসি, খাবারের সৌন্দর্য ও স্বাদে আকৃষ্ট হয়ে সবার দিকে খেয়াল না করে খেতে শুরু করি না তো। খাওয়ার সময় কিছু সৌজন্য মেনে চলতে হয়। বিষয়গুলো মেনে চলবো আর আমাদের সন্তানদের ছোট বেলা থেকেই অভ্যাস গড়ে তুলবো । কী বলেন?

  • বড় হা করে খাওয়া যাবেনা
  • আওয়াজ করে খাবেন না
  • খাবার চিবানোর সময় অবশ্যই মুখ বন্ধ রাখতে হবে
  • মুখে খাবার নিয়ে কথা বলবেন না
  • এঁটো খাবার টেবিলে ফেলবেন না
  • অল্প পরিমাণে খাবার মুখে দিন
  • টুথপিক ব্যবহারের সময় বাঁ হাত দিয়ে মুখ আড়াল করে নিন
  • এক সাথে প্লেটে অনেক খাবার নেবেন না
  • তাড়াহুড়া করে খাবার খাবেন না
  • খাবার টেবিলে সময় নিয়ে গল্প করতে করতে খান।
  • কোনো খাবার নিতে দূরে হাত বাড়াবেন না। পাশের জনকে অনুরোধ করুন ডিসটি পাস করতে
  • যদি ছুরি-চামচ ব্যবহারে সচ্ছন্দবোধ না করেন তবে তা ব্যবহারের চেষ্টা না করাই ভালো
  • খাওয়া শেষ হলেও অন্যদের জন্য অপেক্ষা করতে হবে। যদি উঠতেই হয় সবার অনুমতি নেওয়াটা ভদ্রতা।

মনে রাখতে হবে, ছোট ছোট আচরনের মধ্যেও আমাদের রুচি ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। যার অনুষ্ঠানে অতিথি হয়ে খাচ্ছেন, সেই হোস্টকে অবশ্যই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। আর একটি বিষয়, যদি খাবার খেতে খারাপও হয়, সেটা উল্লেখ না করে বরং প্রশংসা করুন।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।