ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কুটুমবাড়িতে ইন্ডিয়ান খাবার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
কুটুমবাড়িতে ইন্ডিয়ান  খাবার

কুটুমবাড়ি রেস্তরাঁ তার শহরের কুটুমদের জন্য এনেছে ইন্ডিয়ান ও সাউথ ইন্ডিয়ান খাবার। ইন্ডিয়ান খাবারের মধ্যে রয়েছে কাশ্মীরি চিকেন কারি, কাশ্মীরি স্পাইসি চিকেন কারি, মুম্বাই বিফ রেজালা, মুম্বাই বিফ আচারি, মুম্বাই কড়াই মিক্স চিকেন, মুম্বায় চিকেন কড়াই গোস্ত।

আর সাইথ ইন্ডিয়ান খাবারে মধ্যে রয়েছে লাবরা, চানা ডাল, ছোলা ভাটোরা, দই-চিরা, দই ফুসকা, রাজ কাসুরি, পাপড়ি চাটস, ভেল পুরি। এছাড়াও রয়ছে মোঘল খাবারের ইরানী বিরিয়ানী (বিফ-চিকেন), দিল্লীকা খিচুড়ি, দিল্লীকা তেহেরী, মোরগ পোলাও, গ্রামের খাবার, বারবিকিউ, চীনা খাবার ইত্যাদি।

এসব খাবার খাওয়া যাবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। কুটুমবাড়িতে বিভিন্ন ধরনের প্যাকেজে খাবারের পাশাপাশি চাহিদা অনুযায়ী সব ধরনের খাবার খাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও বিকেলে কুটুমবাড়িতে গেলে পাবেন কফি হাউসে বসে মনরম পরিবেশে কফি খাওয়ার সুযোগ। ঠিকানা: কুটুমবাড়ি, ২/১২ ব্লক-এফ (লালমাটিয়া মহিলা কলেজের পাশে), লালমাটিয়া, ঢাকা-১২০৭। ফোন: ০১১৯৫-৩৮১৬৩০, ০১৭৫৬ ৯৬০৮০২।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।