ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কোথায় যাবেন?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২
কোথায় যাবেন?

নাগরিক জীবনের ব্যস্ততায় অবসর শব্দটি হারাতে বসেছে। যদিওবা একটু সময় পাওয়া যায় চিন্তা করি, কোথায় যেতে পারি, কষ্ট করে গিয়ে দেখা যাবে গেটে বড় একটা তালা অথবা মাত্র ৫ মিনিট আগেই প্রবেশের সময় শেষ হয়েছে, এমন আরও কত শঙ্কা।

এসব বিড়ম্বনা এড়াতে আজ জেনে নিন রাজধানীর কয়েকটি দর্শনীয় স্থানে ভ্রমণ সময়সূচী:

জাতীয় জাদুঘর-শাহবাগ:

অক্টোবর থেকে মার্চ-শনিবার থেকে বুধবার-সকাল ৯:০০ থেকে ৫:০০। শুক্রবার-বিকেল ৩ টা থেকে রাত ৮টা। সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার।

এপ্রিল থেকে সেপ্টেম্বর- শনিবার থেকে বুধবার-সকাল ৯:৩০ থেকে ৫:৩০। শুক্রবার-বিকেল ৩ টা থেকে রাত ৮টা। সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার।

প্রবেশমূল্য: শিশু ৫ টাকা, বড়দের ১০ টাকা এবং বিদেশিদের দিতে হয় ৭৫ টাকা।

চিড়িয়াখানা-মিরপুর ১ :

অক্টোবর থেকে এপ্রিল -সোমবার থেকে শনিবার -সকাল ৮:০০ থেকে ৬:০০। সাপ্তাহিক বন্ধ: রোববার।

মে থেকে সেপ্টেম্বর- সোমবার থেকে শনিবার -সকাল ৯:০০ থেকে ৬:০০। সাপ্তাহিক বন্ধ: রোববার। প্রবেশমূল্য: ১০ টাকা।

শিশুপার্ক-শাহবাগ

অক্টোবর থেকে মার্চ- সোমবার থেকে শনিবার -দুপুর ১:০০ থেকে ৭:০০। সাপ্তাহিক বন্ধ: রোববার।

এপ্রিল থেকে সেপ্টেম্বর- সোমবার থেকে শনিবার -দুপুর ২:০০ থেকে ৮:০০। সাপ্তাহিক বন্ধ: রোববার। প্রবেশমূল্য: ৮ টাকা।

নভোথিয়েটার-বিজয় সরণি:

প্রদর্শনী চলে শনি, মঙ্গল এবং বৃহস্পতিবার- সকাল-১১ টা, দুপুর-১টা, বিকেল-৩টা ও ৫টা এবং সন্ধা ৭ টা।

শুক্রবারে দুপুর ১ টার প্রদর্শনী বাদে সবগুলো শো দেখানো হয়। প্রবেশমূল্য: ৫০ টাকা।  

আহসান মঞ্জিল:

অক্টোবর থেকে মার্চ- শনিবার থেকে বুধবার –সকাল ৯:০০ থেকে ৪:৩০। শুক্রবাব-বিকেল ৩:০০ টাকে ৭:০০। সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার।

এপ্রিল থেকে সেপ্টেম্বর- শনিবার থেকে বুধবার –সকাল ১০:০০ থেকে ৫:০০। শুক্রবাব-বিকেল ৩:০০ টাকে ৭:০০। সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার।

প্রবেশমূল্য: শিশু ২ টাকা, বড়দের ৫ টাকা এবং বিদেশিদের দিতে হয় ৭৫ টাকা।

লালবাগ কেল্লা:

অক্টোবর থেকে মার্চ- মঙ্গলবার থেকে শনিবার –সকাল ৯:০০ থেকে ৫:০০। সোমবার-১:৩০ থেকে ৫:০০। সাপ্তাহিক বন্ধ: রোববার।

এপ্রিল থেকে সেপ্টেম্বর- মঙ্গলবার থেকে শনিবার –সকাল ১০:০০ থেকে ৬:০০। সোমবার-১:৩০ থেকে ৫:০০। সাপ্তাহিক বন্ধ: রোববার।

প্রবেশমূল্য: ১০ টাকা এবং বিদেশিদের দিতে হয় ১০০ টাকা।

খুব কাছাকাছি কয়েকটি বেড়ানোর জায়গার সময় তো জানলেন, এবার পরিবার অার বন্ধুদের নিয়ে বেরিয়ে পরুন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।