ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ভোজন রসিকদের জন্য

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মে ১১, ২০১২
ভোজন রসিকদের জন্য

যারা নানারকম মাংস আর সাগরের মাছের স্বাদ নিতে চান তাদের জন্য চট্টগ্রাম নগরীতে চলছে মাসব্যাপী খাদ্য উৎসব।

নগরীর অভিজাত এলাকা ও আর নিজাম রোডের ১নং সড়কে ওয়েল পার্কের রুফ টপ বারবিকিউতে এই উৎসব চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

খাবার মেন্যুর মধ্যে রয়েছে স্পাইসি গ্রিলড্ চিকেন, বিবিকিউ মিক্সড গ্রিলড্ মিট প্ল্যাটার, বে অব বেঙ্গল ককটেইল, গ্রিলড্ বিবিকিউ সি ফুড্ প্ল্যাটার, র্সালয়ন্ স্টেক, টি-বোন স্টেক, সিনন বোন স্টেকসহ শাক-সব্জি সমৃদ্ধ ধোঁয়া ওঠা গরম খাবার। বেঙ্গল মিট কোম্পানির সরবরাহকৃত উন্নতমানের মাংস ও সাগর-নদীর তাজা মাছ অর্ডারের পরপরই রান্না করে দেয়া হয় এখানে। এজন্য রয়েছে প্রশিক্ষিত রাঁধুনী।

আয়োজকরা জানান, ওয়েল পার্কের রুফ টপ বারবিকিউর ছাদে একসাথে প্রায় ৮০ জন বসে খাওয়া যায়। শেফদের পরিবেশনা ও আতিথেয়তা মুগ্ধ করবে যে কাউকে। দেশি-বিদেশিদের জন্য ওয়েল পার্কে রয়েছে থাকারও সু-ব্যবস্থা।

রয়েছে সুবিশাল লবি, লুসাই ক্যাফে, বিজনেস সেন্টার, সেলুন, অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ জিমনেশিয়াম এবং গাড়ি পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থাকেউ চাইলে পার্টি কিংবা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজনও করতে পারেন ওয়েল পার্কে। খাবার কক্ষগুলোর দেয়ালে ঝুলে থাকা মামুর আহ্সান এর তৈলচিত্র নজর কাড়বে সবার। পাহাড়ের আদিবাসীদের জীবনচিত্র এখানে শিল্পীর তুলিতে হয়ে উঠেছে জীবন্ত।

ভবনের ১০ম তলায় প্রকৃতির কোলে বসে ভোজনরসিক মানুষের জন্য খাওয়া-দাওয়ার এমন ব্যবস্থা নগরে খুব কমই আছে। ছাদ থেকে শহরের মেহেদীবাগ, প্রবর্তক মোড়, জিইসি মোড় দেখা আর দেয়ালে ঝুলে থাকা গাছের সবুজ পাতার স্পর্শ দোলা দেবে উদাসী মনকে। স্বপরিবারে কিংবা বন্ধুদের নিয়েও তাই প্রতিদিন এখানে ছুটে আসছেন অনেকে। খোলা আকাশের নিচে বসে আড্ডা দেয়া, মিউজিক সিস্টেমে ভেসে আসা গান শুনতে শুনতে মন ভরে যাবে আনন্দে। এছাড়া দামও হাতের নাগালের মধ্যেআর তাই সবশ্রেণীর কাছে মানসম্পন্ন খাবারের জন্য ২০১১ সালের মার্চে চালু হওয়া ওয়েল পার্ক হয়ে উঠেছে আস্থার প্রতীক। এলাকার তরুণরাও এখানে নিরিবিলি পরিবেশে আড্ডা দেয়া এবং পছন্দসই খাবার অর্ডার দিতে পারছে।

ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এসএম শাহাব উদ্দিন জানান, রুফ টপ বারবিকিউতে মাসব্যাপী খাবার উৎসবে ব্যাপক সাড়া মিলেছে। মূলত: স্বাস্থ্যসম্মত ও মজাদার খাবারের স্বাদ দিতেই আমাদের এই আয়োজন। তিনি বলেন, ছাদে ছাতার নিচে বসে ঝুপঝাপ বৃষ্টি পড়ার শব্দ আর সেই সাথে আড্ডার পাশাপাশি চাহিদামতো খাবার সরবরাহে নিয়োজিত থাকবে শেফ্রা। গ্রাহকদের জন্য মাছ-মাংসসহ যেসব খাবার সরবরাহ করা হয়, সবকিছুই তরতাজা। এছাড়া পরিস্কার-পরিছন্নতার বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই।

ওয়েল পার্কে সবার আমন্ত্রণ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।