ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

প্রকৃতির অনুপ্রেরণায় ঈদ পোশাক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
প্রকৃতির অনুপ্রেরণায় ঈদ পোশাক

 

বিষয় ভিত্তিক পোশাক তৈরি নগরদোলার অন্যতম বৈশিষ্ট্য, তারই ধারাবাহিকতায় নগরদোলা এবার অনুপ্রেরণা হিসাবে বেছে নিয়েছে প্রকৃতি।

প্রাকৃতিক ভাবে জন্ম নেয়া বা সৃষ্টি হওয়া অনেক ধরণের ইফেক্ট, টেকচার যা মনোমুদ্ধকর ও শৈল্পিক- যেমন পানির প্রবাহ, গাছের বাকল, প্রাণীর গায়ের রঙ ও রেখার বিস্তার, সমূদ্র পাড়ে নুড়ি ও কাঁকরের এলোমেলো অবস্থান।

এ সমস্ত দৃশ্য থেকে অনুপ্রেরণা নিয়ে নগরদোলার ডিজাইন স্টুডিও পোশাকের ব্যবহার উপযোগী করে অলংকরণ করেছে ঈদুল আযহার পোশাক সমূহে।

 পোশাকে অলংকরণের বৈচিত্রের পাশাপাশি কাটিং প্যাটার্ন ও ভ্যালু এ্যাড টেকনিকে রয়েছে ভিন্নতা। ঈদ উৎসব হালাকা গরমের মধ্যে উদযাপন হওয়ায় রঙ নির্বাচনের ক্ষেত্রে হালকা উজ্জ্বল রঙ গুলো বেছে নিয়েছে এবং সে সাথে উৎসবের জমকালো রঙও রয়েছে।

লংকামিজের প্রাধান্য দিয়ে অন্যান্য স্টাইলের থ্রিপিস পাওয়া যাবে নগরদোলার পোশাক সম্ভারে। আরও রয়েছে সাড়া জাগানো ‘ত্রয়ী’ পোশাকের বিচিত্র সংগ্রহ। সে সঙ্গে রয়েছে ছেলে-মেয়ে, বাচ্চা ও বয়সীদের সব ধরনের পোশাক। মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতা সাধারনের ক্রয় ক্ষমতা বিবেচনা করে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।