ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কাশফুলের রাজ্যে

রওশন জাহান(পাঠক) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৩
কাশফুলের রাজ্যে

ষড়ঋতুর এই দেশে নগরকেন্দ্রিক সভ্যতায় শীত, গ্রীষ্ম এবং বর্ষা ছাড়া কখন কোন ঋতু এলো বা গেল আমাদের দৈনন্দিন জীবনে তার কোনো ছায়া পড়েনা । তবে কাশফুলের অতি ক্ষুদ্র পাপড়ি যখন জানালা দিয়ে উড়ে আসে কোনো এক ব্যস্ত সময়ে তখন ঠিক বোঝা যায় শরৎ এসেছে ।

ঋতুর রাণী শরতের দিন ফুরিয়ে গেছে । তবু গুচ্ছ গুচ্ছ কাশফুলেদের মেলা আর সাদা মেঘ নীল আকাশের নিসর্গ রয়েই গেছে । দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে শরৎ উৎসব।

চীন জাপানসহ বহু দেশ এই প্রযুক্তির উৎকর্ষতার যুগেও পালন করে ঐতিহ্যবাহী শরৎ উৎসব। আমাদের এই নাগরিক জীবনের কোলাহল থেকে কিছুটা সময় নিজেকে বা প্রিয়জনকে দিতে ঘুরে আসতে পারেন কাশফুলের মেলায়। পালন করতে পারেন আপনার শরৎ।

ঢাকার  মিরপুর বেড়িবাঁধ, আশুলিয়া, উত্তরা, খিলক্ষেত সহ বহুস্থানে ফুটে আছে অজস্র কাশফুল। আর দেরি না করে ক্যামেরা নিয়ে বেরিয়ে পরুন এবং বন্দি করে নিন ঋতুর রানীর সাথে কিছু চমৎকার মুহূর্ত।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।