ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

দৃকে চতুর্দোলার ঈদ পোশাক প্রদর্শনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
দৃকে চতুর্দোলার ঈদ পোশাক প্রদর্শনী

ঢাকা: কোরবানি ঈদের বাকি মাত্র কয়েকদিন। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা।

রুচিশীল, ফ্যাশন সচেতনদের জন্য ফ্যাশন হাউস চতুর্দোলা করেছে ভিন্ন এক আয়োজন।

‘স্থাপত্য শিল্পের প্রেরণায় পোশাকের ঈদ প্রদর্শনী’ শিরোনামে প্রতিষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে ভিন্নধারার এক প্রদর্শনী।
Lifestyle-3
বৃহস্পতিবার বিকেল ৩টায় ধানমন্ডির দৃক গ্যালারিতে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন জনপ্রিয় সংগীত শিল্পী রুনা লায়লা। প্রদর্শনী চলবে ১০-১২ অক্টোবর পর্যন্ত।

দেশীয় তাঁতবস্ত্রে আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও কারু শিল্পীদের সুনিপুণ সুচিকের্মর নান্দনিকতার উপস্থাপন চতুর্দোলার স্বতন্ত্রতা। এর সঙ্গে পোশাকের আধুনিকতার পোশাকে এনেছে ভিন্ন মাত্রা।
Lifestyle-2
প্রদর্শনীতে থাকছে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ, টপস ও ছেলেদের পাঞ্জাবি। আর শিশুদের পোশাক তো থাকছেই।

দেশের তাঁত ও কারুশিল্পে আধুনিকতার ছোঁয়া এনে এ শিল্পকে বাঁচিয়ে রাখা চতুর্দোলার অন্যতম লক্ষ্য।
Lifestyle-4
শুধু তাই নয়, ভিন্নধর্মী এই ফ্যাশন হাউসটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দুস্থ নারীদের কারুশিল্প ও সূচিকর্মে প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে সহায়তা করছে।

kakoli

চতুর্দোলার প্রতিষ্ঠাতা ও প্রধান ডিজাইনার হিসেবে রয়েছেন কাকলী।

প্রদর্শনীর স্থান: দৃক গ্যালারি, বাড়ি # ৫৮, রোড # ১৫/এ (নতুন), ধানমন্ডি ২৭

 

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৩
এএ/এডিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।