ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আংটি

মহিউদ্দীন আহমেদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
আংটি

সামনেই বিয়ে? নতুন সঙ্গীর কাছে আপনার রুচি, সামর্থ এবং দক্ষতা প্রকাশের চমৎকার কৌশল হচ্ছে বিয়ের আংটিটি নিজেই ডিজাইন করে ফেলা। একইসঙ্গে নিশ্চিত করা যে, আপনার আংটিটিই সেরা।

তবে ডিজাইন করতে গেলে কিছু জিনিস মনে রাখা জরুরি।

কিছু আইডিয়া নিন
অনলাইনে বিয়ের আংটির অনেক ছবি পাওয়া যায়। ভিজিট করুন সময় করে। আপনার পছন্দের কিছু আংটির ছবি কম্পিউটারে সেভ করুন। যখন নিজের আংটির ডিজাইন করার সময় হবে তখন পছন্দের সেসব আঙটির নমুনা মিলিয়ে দেখতে পারবেন।

একটি ধাতু নির্বাচন করুন
সবচেয়ে জনপ্রিয় পছন্দগুলোর মধ্যে রয়েছে সোনা, শাদা সোনা, প্লাটিনাম এবং খাঁটি রুপা। সোনা অথবা প্লাটিনাম থেকে একটি মৌলিক উপাদান বেছে নিন, যেটি আপনার ব্যবহার উপযোগী হবে। কারণ বিভিন্ন পর্যায়ে আপনার আঙুলের আকৃতির পরিবর্তন হবে। একই সঙ্গে বিভিন্ন ধাতু ব্যবহারের সুবিধা-অসুবিধাগুলো বিবেচনায় রাখুন (যেমন টিটেনিয়ামকে ভেঙে গড়াতে গেলে কঠিন হয়ে যায়)। উদাহরণস্বরূপ সময়ের সাথে সাথে রুপা অনুজ্জ্বল হয়ে যায় কিন্তু প্লাটিনাম কখনো তা হয় না। তবে রুপার চেয়ে প্লাটিনাম অনেক বেশি ব্যয়বহুল।

পাথর সংযুক্ত করতে চান কি-না 
যদি জবাবটা হয় হ্যাঁ, তাহলে আকার-আকৃতি অনুযায়ী পাথর পছন্দ করতে হবে। আংটির সব দিকে রত্ন-পাথর সংযুক্ত করার দরকার নেই। কেননা আংটির এক-তৃতীয়াংশ মাত্র দেখতে পারবেন। বাকিটা আঙুলের ভাঁজে ঢাকা থাকবে।   
anti_1
অলঙ্করণ করুন
বিয়ের তারিখ অথবা আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর নামের আদ্যক্ষর অথবা অন্য কোনো মধুর শব্দ বা চিহ্ন অঙ্কন করুন। তাতে আংটিটি হয়ে উঠবে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। তবে মাত্রাতিরিক্ত অলঙ্করণ নয়, তাতে খরচ বেড়ে যেতে পারে।

ভালো স্বর্ণকার খুঁজে বের করুন
বিশ্বস্ত কিছু স্বর্ণকার খুঁজে বের করুন যাদের মধ্য থেকে কেউ আপনার মনের মতো করে আংটিটি তৈরি করে দিতে পারবেন। সময় নিয়ে তাদের সাথে কথা বলুন। প্রয়োজনে তাদের তৈরি করা আংটির ক্যাটালগ দেখে নিন। আপনি আপনার বাজেটের ব্যাপারে তাদের সাথে খোলামেলা আলাপ করুন। এভাবে একজন বিশ্বস্ত স্বর্ণকার নির্বাচন করুন যিনি আপনাকে ভালোভাবে বুঝতে পারবেন।

বানাবেন কাকে দিয়ে
স্বর্ণকার আপনার আংটিটি তৈরি করে তার ওপর নকশা করে দেবে।   তবে অনেক স্বর্ণকার ডিজাইন বুঝে নেওয়ার পর কর্মীদের হাতে ছেড়ে দেন। কাজেই নিশ্চিত হোন কে আপনার আংটিটি তৈরি করছেন। তাকে বিশেষ যত্ন নিতে বলুন এবং কাছে বসে কাজটি তদারকি করুন।      

একটি ছবি এঁকে দিন
স্বর্ণকার কাজটি ভালোভাবে করতে পারবেন যদি আপনি তাকে ডিজাইনটির একটি ছবি এঁকে দেন। তাহলে আপনার কল্পনার ডিজাইনটি তিনি ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনার বর্ণনা শুনে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন।

ছোট পাথরের কাজ করা আংটি সুলভ মূল্য পেতে পারেন। এতে খরচ পড়বে ৫ হাজার টাকা থেকে ১৬ হাজার টাকার মধ্যে। এর মধ্যে আংটিতে কিছুটা মিনা রং করাও থাকতে পারে।

ডায়মন্ডের আংটিও কিন্তু দাম শুরু মাত্র ১০ টাকা হাজার থেকে। ডিজাইন ও ডায়মন্ডের মানের ওপর নির্ভর করে দাম ওঠা নামা করে। ভাবছেন পাবেন কোথায়, আল-হাসান ডায়মন্ড গ্যালারি লি.-তে পাবেন চাহিদা মত সব ধরনের আংটি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।