ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রঙ এর একুশে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
রঙ এর একুশে

একুশে ফেব্রুয়ারি প্রতিটি বাঙালি জীবন ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা আমাদের মুখের ভাষা, মায়েরভাষা রক্ষার্থে প্রাণ দিয়েছিল।

পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য এরকমের আত্মত্যাগের নজির আর নেই।

মাতৃভাষা দিবস সামনে রেখে ফ্যাশন হাউজ ‘রঙ’ ২১ ফেব্রুয়ারি উপযোগী পোশাক এনেছে। রঙ-এর পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, স্কার্ট-টপস ও ওড়না।

পোশাকে শহীদমিনার, বর্ণমালা, ধারাপাত সংখ্যা, একুশের গান ও কবিতা, আল্পনা, রক্তলাল সূর্য, ফুল, পাখি প্রভৃতি তুলে ধরা হয়েছে।

সাদা-কালোর পাশাপাশি পোশাকে আমাদের জাতীয় পতাকার সবুজ ও লাল রংকে ব্যবহার করেছে ফ্যাশন হাউস রঙ। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, স্প্রে-ব্লক, এপলিক, কাটওর্য়াক, স্ক্রিন, হ্যান্ডপেইন্ট, এ্যামব্রয়ডারি। আর এগুলো পাওয়া যাচ্ছে রঙ এর সকল বিক্রয়কেন্দ্রে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।