নতুন মডেলদের বর্তমান অবস্থার উন্নতি এবং ভবিষ্যতের প্ল্যাটফর্ম তৈরি করতে সম্প্রতি এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে দ্যা বিগ এ কমিউনিকেশন।
সভায় আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, বিউটি এক্সপার্ট কানিজ আলমাস ও আফরোজা পারভীন, সাদাকালো ফ্যাশন হাউসের কর্নধার আজহারুল ইসলাম আজাদ, রঙ বাংলাদেশের সৌমিক দাস, রেডিয়েন্ট ফ্যাশন এন্ড ডিজাইনিং এর কর্ণধার গুলশান নাসরিন চৌধুরীসহ আরও অনেকে।
আলোচনায় বারবারই দেশে জাতীয় মানের একটি ফ্যাশন ইনস্টিটিউট গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন নতুন মডেলরা।
যেখানে ফ্যাশন মডেলিং, ডিজাইনিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি এবং কম্পিউটার প্রশিক্ষণও দেয়া হবে।
আয়োজনের স্পন্সর করেছে স্টান্ডার্ড ব্যাংক, ডিমান্ড ফ্যাশন হাউস, রে কমিউনিকেশনস, এন আর জি, বালুচর, মিজু ক্রিয়েশন, সমীকরণ ও মেঘ।
আলোচনার পর রঙ বাংলাদেশ এবং কে-ক্র্যাফট এর সৌজন্যে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।
এমন আয়োজন নিয়মিত করার আশ্বাস দেন আয়োজক প্রতিষ্ঠানের কর্নধার তৌফিক অপু।