ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

লা মেরিডিয়ানে মেডিটারেনিয়ান খাদ্যউংসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
লা মেরিডিয়ানে মেডিটারেনিয়ান খাদ্যউংসব

পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে সপ্তাহব্যাপী উৎসবের, যেখানে প্রদর্শন করা হচ্ছে ভূমধ্যবর্তী এলাকার জনপ্রিয় আরবীয় খাদ্যের বিশাল সম্ভার।

‘মেডিটেরানিয়ান নাইটস’ নামের আয়োজনটি চলবে ২ মার্চ ২০১৬ পর্যন্ত।



উৎসবের খাদ্য প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে অতিথি শেফ খলিল আলসায়েস কে, তিনি বিশেষভাবে হোটেল সেন্ট রিজেস আবুধাবি  থেকে এই অনুষ্ঠানটির জন্যই বাংলাদেশে এসেছেন। হোটেলটির ১৬ তলায় রুফটপে ওলেয়া রেস্তোরাঁয় এই উৎসবের আয়োজন করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, তুরস্ক, মরক্কো ও তিউনিশিয়াসহ অন্যান্য দেশগুলোর সেরা খাবারগুলো এখানে তৈরি ও পরিবেশিত হচ্ছে।

উৎসবের প্রিমিয়াম পার্টনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যংক। হোটেলটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যংক-এর সাথে একটি বিশেষ চারমাস ব্যপী চুক্তির হয়েছে । এই চুক্তির আওতায় ব্যংকের সিগ্নেচার কার্ড গ্রাহকরা ওলেয়া রেস্তোরায় উৎসবের বুফে ডিনার ও অন্য খাবারে ৫০% মূল্য ছাড় উপভোগ করতে পারবেন ।

এয়ারলাইন এবং বেভারেজ পার্টনার কাতার এয়ারলাইনস্ ও কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড ।

আরবীয় খাবারের বুফে ডিনারে জনপ্রতি খরচ পড়বে ৪২০০ টাকা। টেবিল রিজার্ভ করতে যোগাযোগ করুন: ০১৯৯০৯০০৯০০ এই নম্বরে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।