হোটেল সারিনা বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করেছে তিন দিনব্যাপী বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও ১০ দিনের বাংলা খাদ্য উৎসব।
চৈত্র সংক্রান্তির দিন ১৩ এপ্রিলে শুরু হওয়া বৈশাখী মেলায় থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প, কারুশিল্প, বাশ, বেত, কাঠ, পাট ও চামড়াজাত পণ্যের সমাহার।
রয়েছে হাতে ভাজা মুড়ি, মুড়কি, খৈ, বাতাসা, হাওয়াই মিঠাই, ফুচকা, পিঠাপুলিসহ অনেক কিছু।
আরও আছে বাংলা সঙ্গীতের আসর। অতিথিদের জন্য থাকছে আকর্ষণীয় মেহেদী উৎসব।
বাংলা খাদ্য উৎসবে থাকছে মুখরোচক সব ভর্তা, ভাজি, শরবত, মিষ্টান্ন, আচার ও সালাদ। হরেক রকম মাছের নানা পদ, ইলিশের অনন্য সব আয়োজন যেমন ভাপা ইলিশ,সর্ষে ইলিশ।
সহযোগিতায়: ডোনা মিডিয়া।
যোগাযোগ: +৮৮০১৯৮২৭০০৭০০