ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঈদের কেনাকাটায় আন্তর্জাতিক মেলা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ২৫, ২০১৬
ঈদের কেনাকাটায় আন্তর্জাতিক মেলা

ঢাকা: রেড কার্পেট ৩৬৫ লিমিটেড পাঁচ দিনের আন্তর্জাতিক মেলার আয়োজন করেছে।

ঢাকার গুলশান ১-এ অবস্থিত এমানূয়েল’স ব্যানকুট হলে [Emmanuelle’s Banquet Hall] এ মেলার আয়োজন করা হয়।

পাঁচ দিনব্যাপী এ মেলা বুধবার (২৫ মে) শুরু হয়েছে চলবে রোববার (২৯ মে) পর্যন্ত। এ মেলায় অংশগ্রহণ করছে ছয়টি দেশের ৪৫টি কোম্পানি।

ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এ মেলার স্লোগান দেওয়া হয়েছে, “আমাদের সাথে করুন আপনার ঈদের কেনাকাটা”। আন্তর্জাতিক ফ্যাশন কার্নিভ্যাল-এ বাংলাদেশের বিভিন্ন স্থানের নিজস্ব প্রোডাক্ট নিয়ে অংশগ্রহণ করছেন ব্যবসায়ীরা।

মেলায় থাকবে নারীদের শাড়ি, ফ্যাশন ওয়্যার, ফতুয়া, গৃহস্থালী টেক্সটাইল, কুর্তা, লঅন, প্রিমিয়াম ক্লথ, রেডিমেড পোষাক, সালোয়ার কামিজ, থ্রি-পিস, শাল, প্রসাধনী, সৌন্দর্য চর্চার উপকরণ, ফ্যাশন হাউজ, উপহার সামগ্রী, হিজাব, ও সৌন্দর্য সেবায় সেবামূলক প্রতিষ্ঠান। এ ছাড়াও দেশ ও বিদেশের উন্নত পোশাক ও ফ্যাশন সামগ্রী।

মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, ইরান, ফিলিপাইন ও তুরস্ক থেকে প্রোডাক্ট নিয়ে কোম্পানিগুলো অংশগ্রহণ করছে।     

এ মেলা সর্বসাধারণ ও বাণিজ্যিক দর্শণার্থীদের জন্য ২৫ থেকে ২৯ মে ২০১৬, সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।