মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।
সারাদেশের কয়েক হাজার প্রতিযোগী থেকে যাচাই-বাছাই করে ৪০ জনকে নিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠানের মূলপর্ব।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আয়োজিত এ প্রতিযোগিতার বিচারকমণ্ডলীরা প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন ঘরানার রান্নায় পারদর্শিতা যাচাইয়ের পাশাপাশি রান্না পরিবেশনা, নিজেকে উপস্থাপন, ব্যক্তিত্ব, বিক্রয় দক্ষতা, নেতৃত্বগুণ, খাবারের ব্যবসা চালানোর ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধি এবং দক্ষতা প্রয়োগের ক্ষমতার ওপর ভিত্তি করে ‘সেরা রাঁধুনী ১৪২৪’ নির্বাচন করবেন।
অনুষ্ঠানটির স্টুডিও রাউন্ড থেকে উপস্থাপনার দায়িত্বে থাকবেন রুমানা মালিক মুনমুন।
‘সেরা রাঁধুনী ১৪২৪’ পাবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবেন ১০ ও ৫ লাখ টাকা।
আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে আছে মিডিয়াকম লিমিটেড এবং সম্প্রচারের দায়িত্বে রয়েছে মাছরাঙা টেলিভিশন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
টিএ