জানেন তো গবেষণায় দেখা গেছে, যারা কর্মক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করেন তাদের বিভিন্ন জীবাণু এবং রোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক বেশি। নিয়মিত কর্মক্ষেত্রে কি-বোর্ড ও মাউসটিকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
কর্মক্ষেত্রে ডেস্ক পরিচ্ছন্ন রাখতে:
• ডেস্ক ও কম্পিউটারটি নিয়মিত পরিষ্কার করুন।
• কম্পিউটারের স্ক্রিন নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। তাহলে যে ধুলো জমে থাকে তা মুছে যাবে। এখানে অব্যশ্যই মনে রাখবেন পানি দিয়ে স্ক্রিন মুছবেন না। আপনার যদি ডাস্ট এল্যার্জি থাকে তবে প্রতিদিন কম্পিউটার মুছে ফেললে আপনার কোনো ক্ষতি হবে না।
• কি-বোর্ডটি উল্টে নিয়ে আলতো করে ঝাঁকি দিতে হবে। ফলে এর ভেতরে থাকা ধুলো ময়লা, খাদ্য কণা বেরিয়ে আসবে। এবার ব্রাশ বা কাঠির মাথায় তুলো পেঁচিয়ে কি-বোর্ডের ফাঁকা স্থানগুলো পরিষ্কার করতে পারেন।
• মাউসটিকে প্রতিদিন মুছে নিয়ে ব্যবহার করুন। খাওয়ার সময় মাউস ধরবেন না। তারপরও মাউস ব্যবহারের পর খাওয়ার আগে অবশ্যই হাত ভালোভাবে ধুয়ে নেবেন।
• ডেস্কে বসে খাবেন না। দুপুরে বা সকালে খাওয়ার জন্য আলাদা স্থানে বসে খাবেন।
ডেস্কে অপ্রয়োজনীয় কোনো কিছু রাখবেন না।