কয়েক’শ বছর ধরে জাপানি নারীরা এই ফেস মাস্ক ব্যবহার করে আসছেন।
ভাত তো প্রতিদিনই খান, এবার ত্বকে মাখুন।
পরিমাণ
দুই টেবিল চামচ দুধ (গরম)
তিন টেবিল চামচ ভাত ( সাধারণ চালের)
এক টেবিল চামচ মধু
যা করতে হবে
• একটি বাটিতে দুধ, ভাত ও মধু একসঙ্গে মেশান
• চামচ দিয়ে ভালো করে নাড়ুন
• মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন মাত্র ১৫ মিনিট
• এবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এভাবে সপ্তাহে একদিন ব্যবহার করুন। এ তিনটি প্রাকৃতিক উপাদান একসঙ্গে ব্যবহারে বুড়িয়ে যাওয়া ত্বকে ফিরে আসবে তারুণ্য।
যেভাবে কাজ করে
দুধ ত্বক নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। মধু শুষ্কতা দূর করে ত্বকের আর্দ্রতা ঠিক রাখে। আর ভাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের বলিরেখা দূর করতে অত্যন্ত কার্যকর।
বাংলাদেশ সময় ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এমএসএ/এসআইএস