এখানে রয়েছে ৫০ রকমের সুস্বাদু সালাদের আইটেম। আর মুঘল অ্যারোমার টার্কিশ, লেবানিজ, মিসরিয় ও আফগান কাবাব স্বাদ নিতে পারবেন বাংলাদেশের ভোজনরসিকরা।
প্রতিষ্ঠানটির মালিক আলাউদ্দিন আহমেদ জানালেন, ক্রেতাদের তিনি কখনই পরিবারের সদস্যের বাইরের লোক ভাবতে চান না। তাই এই রেস্তোরাঁর সব রান্না কোলোস্টেরলমুক্ত তেল সাফোলা গোল্ড ওয়েল দিয়ে রান্না হয়। এছাড়া রান্নায় ফরমালিনমুক্ত তাজা সবজি, মাছ, মাংস ব্যবহার করা হয়।
বার-বি-কিউ আর ভিনদেশের খাবারের এক্সপেরিমেন্ট বেশ পছন্দ করছে অতিথিরা।
খোলা আকাশের নিচে বার-বি-কিউ আর সঙ্গে লাইভ মিউজিক। সঙ্গে বিমান ওঠা-নামা। যোগাযোগ: ১০ম তলা, হাউস ০১, রোড ০১, সেক্টর ০১, উত্তরা, ঢাকা।