উর্ধ্বতন কর্মকর্তাকে জানান
ছোটখাটো ব্যাপারে বসকে জানিয়ে নাটকীয়তা তৈরি করবেন না। তবে সমস্যা যদি বড় হয়, তাহলে অবশ্যই আপনার উর্ধ্বতন কর্মকর্তাকে সবকিছু খুলে বলুন।
দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন
মানুষ মাত্রই তো ভুল হয়। ছোট কিংবা বড় যেমন ভুলই হোক, অতিরিক্ত দুশ্চিন্তা বাদ দিয়ে শান্ত থাকার চেষ্টা করুন। সময় সবকিছু ঠিক করে দেবে- এ নীতিতে বিশ্বাস রাখুন। কোনোভাবেই নিজেকে ক্ষুদ্র মনে করার কোনো কারণ নেই।
আবেগ নিয়ন্ত্রণে রাখুন
সবকিছু আবেগ দিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। মনের সঙ্গে সঙ্গে মস্তিষ্ককে ব্যবহার করুন। কর্মক্ষেত্রে সকলের সামনে নিজের অসহায়ত্ব ফুটিয়ে তুলবেন না।
সমালোচনা করবেন না
অন্য কারো ব্যাপারে বদনাম করে সময় কাটানো বেশ আনন্দের মনে হতে পারে। কিন্তু এতে করে কিন্তু আপনি নিজেই ছোট হচ্ছেন।
কাজে মনোযোগ দিন
চারপাশের হাজারো কথা কানে তুলে নিজের কাজের ক্ষতি করা নিঃসন্দেহে বোকামি। সব বিতর্ক এড়িয়ে নিজের কাজে মনোনিবেশ করুন। সবকিছু সময়ের ওপর ছেড়ে দিন।
বাংলাদেশ সময় ১৯২০ ঘণ্টা, মার্চ, ২০১৮
এমএসএ/এসআইএস