প্রথমে ময়দা দিয়ে ত্বক পরিষ্কার করে এক টুকরো বরফ পাঁচ মিনিট ত্বকে ঘষে নিন।
মুখ, গলায় ফাউন্ডেশন লাগিয়ে ত্বকের যেসব জায়গায় কালো ছোপ বা দাগ আছে, সেখানে কনসিলার লাগিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিন।
চোখে মাশকারা, আইলাইনার এবং হালকা বাদামি, হালকা মোভ, ব্রিক, অরেঞ্জ, সাদা ও সোনালি রঙের মিশ্রণে আইশ্যাডো দিয়ে চোখটাকে সাজাতে পারেন। লিপলাইনার দিয়ে লাইন করে ঠোঁটে লিপিস্টিক দিন। নখে নেইলপলিশ দিন হালকা কোনো রং(দুইকোট)। গলায় ও কানে ছোট গয়না পরুন। কুমকুম অথবা গ্লিটার দিয়ে ছোট করে টিপ আকুন কপালে।
এবার বাদামি বা পিচ্ রঙের ব্লাশন দিয়ে সাজ পূর্ণ করুন।
গরমে চুল খোলা রেখে অনেকেই স্বস্তি পান না। তারা হালকা অথবা আঁটসাঁট করে খোঁপা করে নিতে পারেন।
পোশাকের ক্ষেত্রেও হালকা রং বেছে নিন, দেখতে ভালো লাগবে।