পহেলা বৈশাখে পাঞ্জাবির খোঁজে সবাই যাচ্ছেন, পছন্দের হাউসগুলোতে। যারা এখনো যাননি দেখে নিন কোথায় কেমন দামে-কোন পাঞ্জাবি পাবেন:
আড়ং: দেশের অন্যতম ফ্যাশন হাউস আড়ং পহেলা বৈশাখ উপলক্ষে লং ও শর্ট পাঞ্জাবি ছাড়াও সেমি লং পাঞ্জাবি রাখা হয়েছে।
পাঞ্জাবির মূল্য ১০০০-৬০০০ টাকা।
দেশিদশ: পহেলা বৈশাখের পাঞ্জাবির বিশাল সমাহার রয়েছে রাজধানীর বসুন্ধরা সিটির লেভেল-৭ এ, গুলশান ও চট্টগ্রামের দেশিদশে। মিলবে পছন্দের পাঞ্জাবি। সাদাকালো, কে ক্রাফট, নিপুন, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, বিবিয়ানায় সাদা-লালের মধ্যে শর্ট, লং ও সেমি লং পাঞ্জাবি পাওয়া যাবে ৮৯০- ২৫০০ টাকার মধ্যে। স্ক্রিনপ্রিন্ট, মেশিন এম্রয়ডারি, এপলিক, হাতে কাজ করা এসব মোটামুটি সাশ্রয়ী মূল্যের পাঞ্জাবি ক্রেতাদের বেশ পছন্দ।
আজিজ সুপার মার্কেট: শাহবাগের আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউসগুলোতে বাহারি রঙের পাঞ্জাবি দৃষ্টি কাড়বে ক্রেতাদের। এখানে দামের ক্ষেত্রে বেশি পার্থক্য নেই।
সুতি, সিল্ক, খাদি হাতের কাজের পাঞ্জাবি ৭০০-১৫৫০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।
সব হাউসই লক্ষ্য রাখছে বর্ষবরণের পোশাকে দেশীয় ঐতিহ্যের ছাপ রাখতে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এসআইএস