রঙ বাংলাদেশে শিশুদের পোশাক
বৈশাখ নিয়ে চলছে বিস্তৃত আয়োজন। রঙ বাংলাদেশ বরাবরই বাংলার কথা বলে। বাঙালির কথা বলে। তাই এবারের অভিযাত্রায় সৃজনের প্রেরণা হিসেবে গ্রহণ করা হয়েছে শীতল পাটি, সাঁওতালদের দেয়ালচিত্র, মঙ্গল শোভাযাত্রার।
বাংলাদেশের পোশাক সংস্কৃতিকে সচেতনভাবে বিবেচনায় রেখেই রঙ বাংলাদেশ তাদের সংগ্রহ সাজিয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি।
আর বিশেষভাবে প্রতিষ্ঠানটি নজর দিয়েছে শিশুদের পোশাকে।
ছোটদের পোশাকের মধ্যে রয়েছে শাড়ি, সিঙ্গেল কামিজ ,ফ্রক,স্কাট, টপস, পাঞ্জাবি,শার্ট,টি-শার্ট,ফতুয়া,ধূতি।
শিশুদের পোশাক ছাড়াও এবার আরও পাবেন কাপল ও ফ্যামিলি ড্রেস। রয়েছে মেয়েদের গয়না-ব্যাগ ও নানা ডিজাইনের মগ।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।