ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পহেলা বৈশাখে লা মেরিডিয়ান ঢাকা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
পহেলা বৈশাখে লা মেরিডিয়ান ঢাকা পহেলা বৈশাখে লা মেরিডিয়ান ঢাকা

বাংলা নববর্ষ ১৪২৫- এর ঐতিহ্যবাহী উদযাপনে লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে মাস্টার শেফ শীতলের বিশেষ বৈশাখী বুফে লাঞ্চ ও ডিনার।

পহেলা বৈশাখের দিন ১৪ এপ্রিল লা মেরিডিয়ান ঢাকার ‘লেটেস্ট রেসিপি’ রেস্তোরাঁয় আনন্দঘন বৈশাখী উদযাপনের সাথে থাকবে ঐতিহ্যবাহী নানা খাবারের সমারোহ।  

বাউল গানের পরিবেশনার সাথে ‘লেটেস্ট রেসিপি’ রেস্তোরাঁটি সাজানো হবে সম্পূর্ণ বৈশাখী ঢঙে।

আর খাবারের আয়োজনে থাকছে শুকনা মরিচ ও পেঁয়াজের সাথে মাছ ভাজা, ট্যাংরা মাছের দো-পেঁয়াজা, মাছের পোলাও, মোরগ পোলাও, হাঁস ভুনা, গরুর মাংসের কালা ভুনা, শোল মাছের ঝোল, বাইন মাছ ভুনা, খাসির চুইঝাল, চিংড়ি দিয়ে করলা ভাজিসহ সুস্বাদু নানা পদ।  

আমাদের ঐতিহ্যবাহী খাবার ছাড়াও, ভোজনরসিকদের রসনাবিলাসে আরও থাকছে ভারতীয়, পশ্চিমা ও চীনা খাবারের আয়োজন হিসেবে ইন্ডিয়ান স্টেশন, ওয়েস্টার্ন স্টেশন ও চাইনিজ স্টেশন এবং সাথে লাইভ কুকিং স্টেশন।  

বৈশাখের বিশেষ বুফে লাঞ্চ শুরু হবে দুপুর সাড়ে ১২টায় এং চলবে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। এ বুফে লাঞ্চে জনপ্রতি খরচ পড়বে ৩ হাজার ৯শ’ টাকা।  

বুফে ডিনারটি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত। বিশেষ বুফে এ ডিনারের খরচও পড়বে জনপ্রতি ৩ হাজার ৯শ’ টাকা।  

যোগাযোগ: +৮৮ ০১৯৯০৯০০৯০০ অথবা +৮৮ ০১৭৬৬৬৭৩৪৪৩
     
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet