নির্বাচিত হয়েছেন সেরা ১০ সেমিফাইনালিস্ট। আর বিশেষ গ্রুমিং-এর জন্য সেরা ১০ জনের সঙ্গে আরও পাঁচজনকে সুযোগ দেওয়া হচ্ছে।
মোট ১৫ জনকে নিয়ে শুরু হচ্ছে এবারের গ্রুমিং সেসন। এখানে মেকআপ আর্টিস্টদের কাজ বিশ্বমানের করে তুলতে সহযোগিতা করবেন আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা এক্সপার্টরা।
সেমিফাইনালিস্টরা এবার সুযোগ পাবেন দেশ সেরা মডেলদের মেকওভার করার।
গ্রুমিং শেষে প্রাকটিক্যাল মডেল সাজানোর ওপর বিচার করে নির্ধারণ করা হবে পাঁচ জন ফাইনালিস্ট। গ্র্যান্ড ফিনালে প্রথম বিজয়ীকে দেওয়া হবে নগদ এক লাখ টাকা, ওমেন্স ওয়ার্ল্ড ও মিডিয়ার সঙ্গে এক বছর কাজের কন্ট্রাক্ট। অন্যদের জন্যও রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
৩০ লাখ ৬৯ হাজার ৯৫ ভোটে সেমিফাইনাল পর্বে প্রথম হয়েছেন সানজিদা খন্দকার। দ্বিতীয় হয়েছেন সানজিদাহ, তিনি পেয়েছেন ২৬ লাখ ৯২ হাজার ৬৭৫ ভোট
আর ১৯ লাখ ৮৯ হাজার ৬৬৬ ভোট পেয়ে মুক্তি রহমান আছেন তৃতীয় স্থানে।
বাকিদের নাম জানতে: http://lifestyle.banglanews24.com/
আয়োজনের টিভি পার্টনার নিউজটোয়েন্টিফোর।
সহযোগিতায় রাউন্ড দ্যা ক্লক