কী কী ভুল সাধারণত করা হয়? নিশ্চয় জানতে ইচ্ছে করছে? সোলায়মান সুখন বলেন...
• শার্টের স্লিভ রোল যেমন ভুল ফ্যাশন তেমনি শার্ট ইন করার পর হালকা টান দেবার স্বভাব অনেকের, এটিও ভুল।
• ইনডোরে সানগ্লাস আর ক্যাপ পরা ফ্যাশন কি না! অনেকে ঘরের ভেতরে ক্যাপ, সানগ্লাস পরে।
• শুধু ফরমাল ড্রেসের জন্যই লেদার সুজ নয়, জিন্সের সঙ্গেও এটি পরা যায়।
• লোফারের সঙ্গেও মোজা পরা যায়। মোজা না পরার কারণে অনেক সমস্যা হতে পারে।
• শার্ট টাক-ইন করা। কোন শার্ট ইন করবেন আর করবেন না এই ব্যাপারটিও অনেকের ভুল ফ্যাশনের মধ্যে পরে।
• শার্টের কলারও ফ্যাশনের মধ্যে পরে। অনেকের শার্টের কলার ফ্লাট থাকে। কিš‘ কলারের কাজ উঁচু এবং সোজা থাকা।
• কখন কোথায় কোন ড্রেস পরবেন আর কোন ড্রেস পরবেন না, আর এটা জানা জরুরি।
• যখন বিমানে ভ্রমণ করি আমরা তখন শার্ট, স্যুট, টাই পরি। আবার বাসে বা লঞ্চে স্লিকের পাঞ্জাবি পরতে দেখা যায়। এই ব্যাপারটির পরিবর্তন আনতে হবে।
• জামা কাপড়ের সাইজ বড় দেখে কেনা, এটাও ভুল। সঠিক বিষয় যদি সম্ভব হয় তবে এক সাইজ ছোট দেখে কেনা।
• আবার লেদারের কালার ম্যাচ বিষয়। একই কালার হলে ভালো হয়। এমনি কি আপনার ওয়ালেট বা বেল্টও একই কালার হতে পারে। ঘড়িও এর মধ্যে থাকতে পারে।
• স্যুটের বাটন কোনটা লাগানো থাকবে সেটা নিয়েও অনেকে চিন্তিত থাকি। অনেক সময় আমরা দুইটা বাটনই লাগিয়ে ফেলি। ফ্যাশনের এই বিষয়টি সঠিক নয়, তবে স্যুটের ওপরের দিকের বাটন লাগাতে হয়। বিষয়টা অনেকের অজানা।
সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সোলায়মান সুখন বলেন, চেষ্টা করছি ফ্যাশনের সাধারণ ভুলগুলো খুঁজে বের করে সবাইকে সঠিক সমাধান দেবার। যদি এই ভুলগুলো সংশোধন করতে পারি তবে লাইফস্টাইল ও ফ্যাশনে ইতিবাচক পরিবর্তন আসবে।
বিশেষ এই আয়োজন ফ্যাশন ব্র্যান্ড এক্সট্যাসি’র।