স্পর্শকাতর ত্বক সুন্দর রাখার প্রথম শর্তই হচ্ছে পরিষ্কার রাখা। ত্বক পরিষ্কারের সঙ্গে সঙ্গে বাড়তি যত্নও নেওয়া হবে।
গোলাপ, মধু
৩টি গোলাপ ফুল পেস্ট করে আধা চা চামচ মধু ও আধা চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে ত্বকে মাখুন। ২০ মিনিট পরে পানি দিয়ে ধোয়ার পর অনুভব করুন মসৃণ- তারুণ্যদীপ্ত উজ্জ্বল ত্বক।
হলুদ-বেসন
২ টেবিল চামচ বেসন, আধা চামচ হলুদের গুঁড়া ও আধা চা চামচ দুধের সর মিশিয়ে নিন। প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকে তাৎক্ষনিক উজ্জ্বলতা এনে দেবে।
বাদাম-চন্দনে ফেসপ্যাক
১ চা চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে আধা চা চামচ বাদাম বাটা ও পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
চাইলে প্যাকগুলো লাগানোর আগে একটি সেলফি তুলে রাখুন-ধোয়ার পর আরেকটা। এবার মিলিয়ে দেখুন। পছন্দের প্যাকটি নিয়মিত ব্যবহার করুন -আর উপভোগ করুন উজ্জ্বল ত্বক-বাড়তি সৌন্দর্য।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এসআইএস