স্বাদে বিপরীত হলেও মজার বিষয় হচ্ছে ত্বকের যত্নে দুটোই একই কাজ করে।
কীভাবে?
লবণ
ত্বক পরিষ্কার
বাড়ি ফিরে ত্বক পরিষ্কার করতে ১ টেবিল চামচ লবণ ও সমপরিমাণ পানি মিশিয়ে নিন।
মরা কোষ
এক টেবিল চামচ লবণ ও এক চা চামচ মধু মিশিয়ে ত্বকে মাত্র ২ মিনিট ম্যাসাজ করুন। এতে ত্বকের মরা কোষ দূর হবে।
ত্বক উজ্জ্বল, মসৃণ রাখতে ও বলিরেখা দূর করতেও লবণ ব্যবহার করতে পারেন।
এবার চিনির ব্যবহার জেনে নিন
ত্বক উজ্জ্বল ও ত্বকের মরা কোষ দূর করতে চিনির স্ক্রাবার উপকারী। ব্লাকহেডস দূর করতে, ত্বকের ব্রণ সারাতেও কার্যকর এটি। ১ চা চামচ চিনি ও ১ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। সপ্তাহে দু্ই দিন ৫ মিনিট ম্যাসাজ করুন হালকা করে, এরপর পানি দিয়ে ধুয়ে নিন। যাদের লেবুর রসে ত্বকে অ্যালার্জি হয়, তারা চিনির সঙ্গে অলিভ অয়েল ব্যবহার করুন।
নিয়মিত লবণ-চিনির ব্যবহারেই খুব অল্প সময়েই পান কাঙ্ক্ষিত সুন্দর ত্বক।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৮
এসআইএস