• এটি ব্রণ দূর করে
• মেছতার দাগ কমায়
• ঠোঁটের কালচে ভাব দূর করে
• টোনার হিসেবে ব্যবহার করা হয়
• ত্বকের রোদে পোড়া দাগ দূর করে
• চুলকানি প্রশমিত করে
• ত্বকের মরাকোষ দূর করে
• নতুন কোষ তৈরি করে
• সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে
• বয়সের ছাপ-বলিরেখা দূর করে
• ত্বকের পিএইচ এর ভারসাম্য ঠিক রাখে
• ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
যেভাবে ব্যবহার করবেন
• ১ কাপ পানিতে ২ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন।
• ১ চা চামচ ভিনেগার ও সমপরিমাণ মধু মিশিয়ে ত্বকে মেখে ২০ মিনিট পর ধুয়ে নিতে হবে।
• এক গ্লাস পানিতে ২ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিয়মিত পান করলে ত্বকের সঙ্গে শরীরও সুস্থ থাকবে। এতে হজম ভালো হবে, দেহের বাড়তি ফ্যাট ক্ষতিকর কোলেস্টেরল দূর করবে।
আপেল সিডার ভিনেগার নিয়মিত ব্যবহার করে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করুন।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এসআইএস