ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চিনি স্বাদে মিষ্টি, গুণ কিন্তু মিষ্টি নয়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
চিনি স্বাদে মিষ্টি, গুণ কিন্তু মিষ্টি নয় চিনি

এককাপ চায়ে দিন শুরু মানে এক চামচ চিনিতেই দিন শুরু। আমাদের সারাদিনের খাবারে সচেতন এবং অসচেতনভাবেই আমরা চিনি খাচ্ছি। 

খাবারের স্বাদ বহুগুন বেড়ে যায়, যখন খাবারটি মিষ্টি হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিষ্টি খাবার খুব মজা করে খাওয়ার পরে আমাদের শরীরের জন্য ভালর পরিবর্তে খারাপই হয় বেশি।

 

আসুন জেনে নেই অতিরিক্ত চিনি খাওয়ার ক্ষতিকর দিকগুলো: 

•    চিনি-মিষ্টি পানীয় থেকে স্থূলতা প্রধান শারীরিক সমস্যা
•    মিষ্টি গ্রহণের ফলে ক্ষুধা ও খাবারের চাহিদা বাড়ে ফলে বেশি খাবার খাওয়া হয়, তার মানে শরীরে বাড়তি ক্যালরি যোগ হয় 
•    উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ে 
•    প্রতিদিন চিনি থেকে ১৫০ ক্যালরি গ্রহণ করলে, ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় প্রায় ১.১ শতাংশ
•    ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায় 
•    অতিরিক্ত চিনি খাওয়ার কারণে লিভারের চারপাশে অতিরিক্ত চর্বি জমে এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।
•    মিষ্টি খাবার রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে, এন্ড্রোজেন সক্রেটিন তেল নিঃসৃত হয়, যা ত্বকে ব্রণের জন্য দায়ী।  


আমেরিকান ডায়াবেটিস এসোসিয়েশনের মতে, চিনি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। প্রতিদিনের খাবারে চিনির ব্যবহার নিয়ন্ত্রণ করুন, সুস্থ থাকুন।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।