জেনে নিই কেমন চুলের কীভাবে যত্ন নিতে হবে:
তৈলাক্ত চুল
• তৈলাক্ত চুলে ময়লা বেশি হয় তাই
• প্রয়োজনে প্রতিদিন শ্যাম্পু করুন
• সামান্য পরিমাণে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন
• শ্যাম্পুর পর কন্ডিশনার লাগিয়ে তিন মিনিট রেখে ধুয়ে নিন।
• বেশি হেয়ারড্রেয়ার ব্যবহার করবেন না
• অতিরিক্ত আচঁরানোও যাবেনা
• শ্যাম্পু করার পর সপ্তাহে অন্তত একদিন একমগ পানিতে একটি লেবুর রস নিয়ে চুল ধুয়ে ফেলুন।
শুষ্ক চুল
• চুল শুষ্ক হলে সহজেই ভেঙে যায়, ফেটে যায়। তাই যত্নটাও একটু বেশি নিতে হয়
• সপ্তাহে চারদিন শ্যাম্পু ব্যবহার করুন
• প্রতিবার শ্যাম্পু করার পরে একটি ক্রিম কন্ডিশনার ব্যবহার করুন
• চুলে দুই টেবিল চামচ অলিভ অয়েল হালকা গরম ম্যাসাজ করুন
• সপ্তাহ দুই দিন গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ৩০ মিনিট মাথায় জড়িয়ে রাখুন।
স্বাভাবিক চুল
• স্বাভাবিক চুলের জন্য খুব বেশি কষ্ট করতে হয়না।
• নিয়মিত চুল পরিষ্কার আর মাঝে মাঝে একটু বাড়তি যত্ন, এইতো...
• সপ্তাহে একদিন একটি ডিম, ২ চা চামচ মধু, ২ চা চামচ আমলকির রস, ২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট
• এরপর পছন্দের শ্যাম্পু দিয়ে করে চুল ধুয়ে ফেলুন।
যত্নের অভাবে চুল নিষ্প্রাণ ও রুক্ষ হয়ে যায়। নিয়মিত যত্নেই চুল হবে মনের মতো। চুল সব সময় পরিষ্কার রাখতে হবে। আর শ্যাম্পু-কন্ডিশনার অবশ্যই ভাল কোম্পানির হতে হবে।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
এসআইএস