• সুস্থ-সুন্দর ত্বকের জন্য অপরিহায্য উপাদান, ময়েশ্চেরাইজারের বড় উৎস ভাতের মাড়
• ভাতের মাড় দিয়ে ধুলে, ত্বক গভীর থেকে পরিষ্কার করে
• উজ্জ্বলতা বাড়ায়, ত্বক কোমল রাখে
• ত্বকের লালচে ও কালচে দাগ দূর হয়
• বলিরেখা দূর করে
• ত্বকে ব্রণ সমস্যায়ও উপকার পাওয়া যায় ভাতের মাড় ব্যবহারে
• শুধু কি ত্বকের জন্যই কাজে দেয় ভাতের মাড়? চুলের আগা ফাটা রোধ করে চুলও মজবুত, নরম ও মসৃণ রাখে।
ভাত রান্না করার সময় চাল পরিষ্কার করে ধুয়ে নিন।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এসআইএস