কীভাবে, কোথায় ব্যবহার করবেন দড়ি:
ফুলদানি
ঘরে পুরোনো পানির বোতল ধুয়ে শুকিয়ে নিন। এবার দড়ি আঠা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বোতলের চারদিকে আটকে দিন।
পার্টিশন
ড্রয়িংরুম আর ডাইনিং রুম একসঙ্গে? একটু মোটা রঙিন দড়ি ওপর থেকে ঝুলিয়ে দিন। হয়ে গেল, সুন্দর নান্দনিক পার্টিশন!
মেঝে
মেঝেতে দিতে পারেন চিকন দড়ির শতরঞ্জি।
দোলনা
বারান্দায় একটু জায়গা আছে, কাঠ দিয়ে বসার সিট তৈরি করুন। এবার মোটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ঝুলিয়ে রাখুন।
মোড়া
গাড়ির পুরোনো টায়ার দিয়ে তৈরি করে নিন সুন্দর বসার মোড়া।
এভাবে ঘরের বিভিন্ন জায়গায় নিজেই ছোট ছোট কিছু শোপিস তৈরি করে রাখতে পারেন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসআইএস