এই চুলকানোটা খুবই অস্বস্তির, এর থেকে মুক্তির পথ আমাদের অনেকেরই জানা নেই। মশার কামড়ানোর পর এসব বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি পেতে যা করতে পারি:
• ঠাণ্ডা পানি বা বরফ দেয়া ব্যাগ চেপে ধরুন আক্রান্ত স্থানে, চুলকানো কমে যাবে
• বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন, এবার লাগিয়ে নিন
• নিম তেল দিলেও মশার কামড়ে উপকার পাওয়া যায়
• বাজারে কিছু ক্রিম পাওয়া যায়, যেগুলো ব্যবহার করতে পারেন
• অ্যালাজির ওষুধ খেলেও ফোলাভাব কমে
• মশার কামড়ের যন্ত্রণা থেকে বাঁচতে মশারি ব্যবহার করুন।
বাড়ির চারপাশ পরিষ্কার করুন, নিয়মিত।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এসআইএস