ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

লেপ-তোষক...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
লেপ-তোষক... লেপ-তোষক তৈরি

শীতের আগাম বার্তায় ব্যস্ত হয়ে উঠেছেন লেপ-তোষক তৈরির কারিগরা। শীতের প্রস্তুতি হিসেবে আগেই লেপ-তোষক তৈরির অর্ডার দিয়ে রাখছেন অনেকে। 

আগে দেখে নিন বাড়িতে শীত নিবারণের জন্য পর্যাপ্ত লেপ আছে কি না। যদি প্রয়োজন হয়, তবে তীব্র শীত আসার আগেই তৈরি করে রাখুন।

 


রাজধানীর মতিঝিল, বায়তুল মোকাররম, গুলিস্তান, জিপিও-পল্টন, আজিমপুর, উত্তরাসহ সারা দেশেই রয়েছে লেপ-তোষক তৈরির দোকান।  

বাড্ডা এলাকার কারিগর করিম মিয়া বলেন, লেপ-তোষক তৈরির কাপড় প্রতি গজ ৫০ থেকে ১০০ টাকা। এছাড়া শিমুল তুলা প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা, কার্পাস তুলা প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা,  প্রতি কেজি কালো হুল ৭০ থেকে ৭৫ টাকা, কালো রাবিশ তুলা ৩০ থেকে ৩৫ টাকা, সাদা তুলা ৯০ টাকা থেকে ১০০ টাকা করে দাম চলছে।  

আকার অনুযায়ী ৩০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত মজুরি নেওয়া হচ্ছে। বর্তমানে একটি ভালো মানের লেপ তৈরি করতে খরচ হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা।  

এছাড়া ভালো মানের তোষক তৈরি করতে খরচ পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা।  


বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।