ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

উৎসব রঙিন চুলে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
উৎসব রঙিন চুলে  রং করা চুল

বড়দিন, থার্টিফার্স্ট আর নতুন বছর বরণ করা ঘিরে চারদিক সেজে উঠছে উৎসবের আমেজে। 

উৎসবগুলো আরও রঙিন হয়ে ওঠে সাজ আর সঠিক উপস্থাপনে। সৌন্দর্য প্রকাশে সাজের জন্য গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সুন্দর চুল।

 

শুধুমাত্র চুলের স্টাইল চেঞ্জ করেই আমরা পেতে পারি গর্জিয়াস লুক। এজন্য উৎসব সামনে রেখে চুল হাইলাইট করে নিতে পারেন। চাইলে পার্লারের খরচ না বাড়িয়ে নিজেই চুলে হাইলাইট করে নিতে পারেন।  

জেনে নিন কীভাবে করবেন:  


ভিনেগার ও মধু: ১ কাপ মধু, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ এলাচের গুঁড়ার সঙ্গে ১ কাপ ভিনেগার দিয়ে মিশিয়ে নিন। যে চুলগুলোকে হাইলাইট করতে চান সেগুলো আলাদা করে প্যাক লাগিয়ে নিন।  এবার শাওয়ার ক্যাপ পরে চুল ঢেকে শুয়ে পড়ুন, আর সকালে উঠে শ্যাম্পু করে নিন।  

দেখুন কেমন সুন্দর হাইলাইট হয়ে গেছে।  


কন্ডিশনার আর দারুচিনি: দারুচিনি গুঁড়া ও কন্ডিশনার আধা কাপ করে নিন। ব্রাশ দিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। তারপর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে শাওয়ার ক্যাপে মাথা ঢেকে রাখুন সারারাত। সকালে উঠে শ্যাম্পু করে ধুয়ে নিলেই পাবেন মনের মতো রং করা চুল।  


বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।