ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কানে পানি ঢুকলে...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
কানে পানি ঢুকলে... কানে পানি ঢুকলে

গোসলের সময় অসতর্কতায় কানে পানি চলে যেতে পারে। কানে পানি ঢুকলে ব্যথা হয়, সারাক্ষণ অস্বস্তি তো আছেই। কানে আটকে থাকা পানি ভেতরে জমে গেলে ইনফেকশন হতে পারে।

ঘরোয়া পদ্ধতিতে কানের ভেতর থেকে আটকে যাওয়া পানি যেভাবে বের করবেন:   

•    লম্বা করে শ্বাস নিন। দুই আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে দিন।

এবার বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন। কয়েকবার এভাবে করলে কান থেকে পানি বেরিয়ে আসবে
•    চুইংগাম চিবান, এতে কানে চাপ পড়ে পানি বের হয়ে যায়
•    যে কানে পানি ঢুকেছে,  সেই দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের ওপরে এবং চাপ দিন। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন। এভাবেও পানি বের হবে
•    আঙুল বা অন্য কিছু কানের ভেতরে দেয়া যাবে না
•    ১০-১২ ইঞ্চি দূরে রেখে হেয়ার ড্রায়ার একদম লো’তে ড্রায়ার সেট করে কানের দিকে তাপ দিতে পারেন
•    কাত হয়ে শুয়ে থাকলেও কানের পানি বের হয়ে যায়।  

এসব করেও যদি কানের ভেতরে পানি থেকে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।