ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সারাদিনই সাজ ঠিকঠাক 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
সারাদিনই সাজ ঠিকঠাক  মেকআপ করার পরে

সকালে ঘর থেকে বের হওয়ার সময় আমরা সাধারণত হালকা সাজে তৈরি হয়ে নেই। তবে অনেকেরই অভিযোগ এই গরমে অফিসে বা অনুষ্ঠানে যেতে যেতেই সাজ নষ্ট হয়ে যায়। 

তাহলে উপায়? সারাদিন কীভাবে সাজ ঠিক রাখবেন জেনে নিন: 

•    মেকআপ করার আগে ত্বক পরিষ্কার করে নিন 
•    তেল, ঘাম, ধুলো-ময়লা থাকলে মেকআপ ত্বকে বসে না
•    ত্বক পরিষ্কার হয়ে গেলে এক টুকরো বরফ ঘষে নিন 
•    ভেতর থেকে ত্বক ঠাণ্ডা থাকবে, সহজে ঘাম হবে না 
•    বেশি সময় মেকআপ সেট হয়ে থাকবে 
•    এবার হালকা করে ময়েশ্চারাইজার মাখুন 
•    সানস্ক্রিন ক্রিম মেখে নিন
•    যেকোনো সময় বৃষ্টি হতে পারে, তাই ওয়াটার প্রূফ প্রাইমার লাগিয়ে ফাউন্ডেশন ব্যবহার করুন
•    ফেস পাউডার মেখে চোখে হালকা কোনো শ্যাডো দিন 
•    এককোট মাসকারা ব্যবহার করুন, অবশ্যই ওয়াটার প্রূফ
•    লিপিস্টিক দেয়ার আগে লাইন করে নিন 
•    ম্যাট লিপিস্টিক দিয়ে ওপরে সামান্য পাউডার ছড়িয়ে দিন 
•    বাড়তি পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন।  

চাইলে সব শেষে মেকআপ সেট করতে স্প্রে ব্যবহার করতে পারেন।

তবে মেকআপ ভালোভাবে দীর্ঘ সময় স্থায়ী করার জন্য খুব ভালো করে ব্লেন্ড করতে হবে প্রতিটি প্রশাধনী।  


বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।