চুলে রং
পার্লারে গিয়ে চুলে রং করাতে অনেক টাকা বেরিয়ে যায়, আর ঘরে কেনা রং ব্যবহারে রয়েছে অ্যালার্জি হওয়ার ভয়। তাহলে উপায়? চুলে পছন্দের রং নিজেই করে নিন, প্রাকৃতিক উপাদানে, প্রায় বিনামূল্যে।
যদি কিছু চুলে হালকা শেড চান?
আধা কাপ পানির সঙ্গে এক কাপ লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। চুলের যে অংশের রং হালকা করতে চান, সেই অংশে স্প্রে করুন।
অন্তত ঘণ্টাখানেক রোদে থাকুন বা ব্লো ড্রায়ার দিয়ে তাপ দিন। একঘণ্টা পর চুলে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। সপ্তাহে একবার করে কয়েক সপ্তাহ করলেই ফল পাবেন।
লাল রং করবেন?
এক কাপ করে বিট আর গাজরের রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। চুলে স্প্রে করে খুব ভালোভাবে শুকিয়ে নিন। একঘণ্টা পর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। পছন্দমতো রং পেতে সপ্তাহে দু’বার করুন।
বাংলাদেশ সময়: ১৪১০ঘণ্টা, মে ০৩, ২০১৯
এসআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।