ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ওয়াশিং মেশিন ব্যবহারের নিয়ম 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মে ৮, ২০১৯
ওয়াশিং মেশিন ব্যবহারের নিয়ম  ওয়াশিং মেশিন ব্যবহারের নিয়ম 

কাপড় ধোঁয়ার মতো ঝক্কি কমই আছে। ব্যস্ততায় যাদের দিন কাটে, তাদের ছুটির দিনে কাজের তালিকায় প্রথমেই থাকে কাপড় কাচা। 

সারা বিশ্বের মানুষ যখন ছুটির দিনে ঘুরতে বের হয়, মুভি দেখে, শপিং করে আমরা তখনও ব্যস্ত কাপড় ধোয়ায়।  

কাপড় কাচার দায়িত্ব যদি ওয়াশিং মেশিনের ওপর ছাড়তে পারেন তাহলে কিন্তু বেশ খানিকটা সময় নিজের মতো করে কাটানোর সুযোগ পাওয়া যায়।

জেনে নিন প্রয়োজনীয় এই যন্ত্রটি কীভাবে ব্যবহার করবেন: 

•    সমান মেঝেতে মেঝের সঙ্গে সমান্তরাল করে ওয়াশিং মেশিন বসান

•    হালকা ও রঙিন কাপড় আলাদা ধুয়ে নিন


•    কাপড় দেয়ার সময় লক্ষ্য রাখুন যেন কোনো ধাতব কিছু না থাকে 

•    খুব ছোট কাপড় যেমন মোজা মেশিনের ভেন্টে আকটে যেতে পারে, তাই এগুলো দেবেন না


•    জামাকাপড় পরিষ্কারের পর ওয়াশিং মেশিন ভালো করে ধুয়ে ফেলুন 

•    একসঙ্গে অনেক কাপড় দেবেন না


•    অনেকেই ওয়াশিং মেশিন থেকে অস্বাভাবিক আওয়াজ হলে গুরুত্ব দিয়ে ঠিক করিয়ে নিন


•    কোন কাপড়ে কি পরিমাণ সাবান প্রয়োজন হয় জেনে নিন


•    কিছু কাপড় থাকে ওয়াশিং মেশিনে ধুতে বারণ করা হয়, এগুলোও জেনে নিন


•    সুইচগুলো কোনটার কাজ কী জানুন।   


বাজারে বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন পাওয়া যায়, যেমন – অটোমেটিক, সেমি-অটোমেটিক ও ম্যানুয়াল ওয়াশিং মেশিন। বিভিন্ন ব্র্যান্ডের ও মাপের এই ওয়াশিং মেশিনের দাম ১০ হাজার থেকে শুরু। কেনার সময় অবশ্যই ওয়ারেন্টি(বিক্রয়ত্তোর সেবা) সম্পর্কে জেনে নিন।  

সঠিক ব্যবহার জেনে ওয়াশিং মেশিন ব্যবহার করে জীবনকে আরও সহজ করুন।  


বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।