চুলের যত্নে সবচেয়ে ভালো কাজে দেয় মাত্র একটি ডিম। কারণ ডিম ব্যবহারে চুল হয়ে ওঠে নরম, ঘন এবং ঝলমলে।
• শুধু ২-৩টি ডিম একটি পাত্রে ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন শ্যাম্পু হিসেবে। ডিমের গন্ধ দূর করার জন্য ব্যবহার করতে পারেন লেবুর রস
• তিনটি ডিমের কুসুম ও মধু ভালো করে মিশিয়ে নিন। এবার শ্যাম্পুর মতোই ব্যবহার করুন
• দু’টি ডিমের সাথে দুই টেবিল চামচ লেবুর রস, এক টেবিল চামচ মধু এবং সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন। এই শ্যাম্পু ব্যবহারে চুল হয়ে উঠবে পরিষ্কার, ঝলমলে
• দু’টি ডিমের কুসুম ও দুই চা চামচ বেকিং সোডা বিট করে শ্যাম্পু তৈরি করে নিন। এটি চুলের গোড়ায় জমে থাকা সব ময়লাও বের করে পরিষ্কার করে দেবে
• প্রতিটি মিশ্রণ শ্যাম্পুর মতো ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করুন। বেশি পানি দিয়ে ধুয়ে নিন।
একবার ব্যবহার করেই দেখুন, এমনও হতে পারে বাইরে থেকে অনেক দাম দিয়ে আর হয়ত শ্যাম্পু কেনার প্রয়োজনবোধ করবেন না।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ১০, ২০১৯
এসআইএস