ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মায়ের হাতের রান্না

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
মায়ের হাতের রান্না ...

আমরা সবাই আমাদের মা কে ভালোবাসি, ভালোবাসি তার সব কিছু, হতে চাই তার মতো, আর এই জন্যই আমাদের এবারের উদ্দ্যোগ। আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে,উইমেন ইন ডিজিটাল মা-দের উৎসর্গ করে সর্বপ্রথম একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস্ রিলিজ করেছে, যা আমাদের মায়ের হাতের রান্নাকে বিশ্বের সবার ঘরে ঘরে ছড়িয়ে দেবে।

এটি রান্না বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাপস,যার নাম "MOM'S Recipes"( মম'স রেসিপিস)। এটি গত ৬ই মে গুগল প্লে স্টোরে রিলিজ করা হয়েছে।

এই অ্যাপস-এর মাধ্যমে আমরা আমাদের মা-এর হাতের রান্না এবং রন্ধন প্রক্রিয়া খুব সহজ ভাবে বর্ণনা করতে পারবো এবং পৃথিবীর যে কেউ যেকোনো প্রান্ত থেকে সেই রেসিপিটি রান্না করে পরিবেশন করতে পারবে।

বর্তমানে এই অ্যাপসটির beta version রিলিজ করা হয়েছে। প্রতিটি ব্যবহারকারী তার নিজের নাম,ইমেইল অ্যাড্রেস,ছবি এবং মায়ের ছবি দিয়ে একাউন্ট খুলে খুব সহজে রেজিষ্ট্রেশন করতে পারবে।

এই অ্যাপসটির বিশেষ ফাংশনগুলো হচ্ছেঃ কমেন্ট, লাইক, শেয়ার, ছবি সংযুক্ত করা। অ্যাপসটিতে যেকোনো দেশের ভাষা প্রয়োগ করা যাবে এবং কেউ চাইলে রেসিপির ভিডিও আপলোড  করতে পারবে।

বর্তমানে আমরা সবাই কাজের প্রয়োজনে ঘর থেকে অনেক দূরে অবস্থান করি এবং প্রতিটি মানুষের কাছে তার মায়ের হাতের রান্নার চেয়ে সুস্বাদু ও মজাদার রান্না কেউ করতে পারে না, এই কথা বিবেচনায় নিয়ে প্রতিটি মায়ের রান্না ঘরে ঘরে পৌঁছায় দিতে, মা দিবসে সকল মা-দের কে আমাদের এই ছোট্ট উপহার।

আশা রাখি এই অ্যাপসটি আমাদের জীবনে নির্মল আনন্দ বয়ে আনবে। সবাইকে অ্যাপসটি ব্যবহার করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এবং ব্যবহার করে কোনো সুচিন্তিত পরামর্শ দিতে চাইলে নির্দ্বিধায়  আমাদেরকে জানাবেন। সকলকে ধন্যবাদ এবং মা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইলো।

গুগল প্লে লিংক: https://play.google.com/store/apps/details?id=com.womenindigital.user.momrecipes

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।