ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

খাঁটি দুধেই পুষ্টি, কিন্তু যা খাচ্ছি তা কি খাঁটি! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
খাঁটি দুধেই পুষ্টি, কিন্তু যা খাচ্ছি তা কি খাঁটি!  খাঁটি-পুষ্টিকর খাবারটিই তুলে দিন প্রিয়জনের মুখে

দুধকে আদর্শ খাবার বলা হয়। শিশু থেকে বৃদ্ধ সবার খাবারের তালিকাতেই পুষ্টিকর দুধ রাখা হয়। উপকারের কথা ভেবে দুধ খেলেন কিন্তু দেখা যাচ্ছে সেই দুধ তৈরি হয়েছে পানি আর কেমিক্যালে। তাহলে উপকারের চেয়ে ক্ষতিই হয় বেশি। 

বিশেষজ্ঞ চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ভেজাল দুধ তৈরিতে ইউরিয়া ব্যবহার করা হয়। কিডনিতে ইউরিয়া বেড়ে গিয়ে কিডনি নষ্ট হতে পারে।

শুধু ইউরিয়াই নয়, দুধে যে পরিমাণে কস্টিক সোডা মিশছে, তাতে খাদ্যনালীতে সংক্রমণ, গ্যাস্ট্রিকের প্রকোপ বেড়ে যাওয়াসহ লিভার, হার্ট, কিডনি সবই খারাপ হতে পারে।  


যে দুধ খাচ্ছেন তাতে ভেজাল দেয়া নেই তো, কপালে চিন্তায় ভাঁজ পড়ছে?  খাঁটি দুধ চেনার কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিন: 

•    দুধের সমান পানি মেশান একটি বোতলে। এবার বোতলের মুখ বন্ধ করে জোরে ঝাঁকান। অস্বাভাবিক ফেনা হলেই বুঝবেন, দুধে মেশানো আছে ডিটারজেন্ট
•    একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তা হলে এ দুধ খাঁটি। ভেজাল হলে মাটিতে সাদা দাগ পড়বে না
•    দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে? তা হলে এ দুধ খাঁটি নয়। এতে মিশেছে কার্বোহাইড্রেট
•    একটু দুধ পাত্রে নিয়ে তাতে ২ চা চামচ লবণ মেশান। দুধ নীল রং হচ্ছে? বুঝবেন, এ দুধে কার্বোহাইড্রেট রয়েছে।  

নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হোন। খাঁটি-পুষ্টিকর খাবারটিই তুলে দিন প্রিয়জনের মুখে।  

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এসআইএস  
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।