জিহাদকে এভাবে হাত দিয়ে লিফটের বন্ধ হওয়া ঠেকাতে মুনিয়া কেন বারণ করেন, জেনে নিন:
• অনেক সময় লিফট বা বাসের দরজায় লাগানো সেন্সর কাজ না করলে বড় বিপদ হতে পারে
• বিশেষজ্ঞরা বলেন, কিছুতে বাধা পেলে এই অপটিক্যাল সেন্সর বৈদ্যুতিক সিগন্যালের সাহায্যে ফের সেই দরজা খুলে দেয়
• দরজায় আটকে যাওয়া যাত্রীর শরীরের কোনো অংশ যদি দরজার মাঝামাঝি থাকে, সে ক্ষেত্রে বেশি সংখ্যায় সেন্সর একসঙ্গে কাজ করলে দরজাটি খুলে যায়
• কিন্তু যখন যাত্রীর শরীরের কোনো ছোট অংশ যেমন হাত-পা বা আঙুল দরজায় আটকায়, তখন সবক’টি সেন্সর কাজ করে না
• আবার সে মুহূর্তে যদি কোনো যান্ত্রিক গোলযোগ দেখা যায়, তা হলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়
• লিফটের সেন্সর কখন বিকল হয়ে পড়বে, তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়
• এজন্য হাত বা শরীরের অংশ লিফট বা এসি বাসের দরজা বন্ধ হওয়া আটকাতে ব্যবহার করা উচিত নয়
• দুর্ঘটনা এড়াতে দরজা বন্ধ হওয়ার শেষ সময়ে লিফট বা এসি বাসে ওঠাও ঠিক নয়
• কয়েক সেকেন্ড সময় বাঁচাতে গিয়ে বড় বিপদ ডেকে আনবেন না। নিয়মমতো বাটন চাপুন, অপেক্ষা করুন, লিফটের দরজা খুললে এবার উঠুন।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এসআইএস