• তরল সাবান বা শ্যাম্পু দিয়ে হীরার গহনা দাঁত মাজার নরম ব্রাশ দিয়ে নিয়মিত পরিষ্কার করুন
• খুব রুক্ষ বা স্যাঁতস্যাঁতে জায়গায় হীরার গহনা রাখবেন না
• বডি স্প্রে বা হেয়ার স্প্রে লাগানোর পড়ে গহনা পরুন
• প্যাডেড বক্সে হীরার গহনাগুলো আলাদা করে রাখুন
• সব ধরনের কেমিক্যাল থেকে দূরে রাখতে হবে
• গোসল ও ঘুমের সময় গহনা খুলে রাখুন।
বছরে অন্তত একবার জুয়েলারিতে নিয়ে গহনা পরিষ্কার করিয়ে নিন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসআইএস