রান্নাঘর নিয়মিত পরিষ্কার রেখেও অনেক সময় এই তেলাপোকার কাছ থেকে রেহাই মেলে না। বিভিন্ন ইনসেক্ট কিলার কিছুদিনের জন্যে কাজ করলেও দীর্ঘস্থায়ী সমাধান দেয় না৷ তবে ঘরোয়া কিছু জিনিস ব্যবহার করেই মক্তি পেতে পারি এই তেলাপোকার আপদ থেকে।
এজন্য যা করতে হবে:
• রান্নাঘরেই তেজপাতা থাকে৷ তেজপাতা গুঁড়া করে বিভিন্ন ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিতে পারেন৷ তেলাপোকারা পালাবে
• লবঙ্গও খুব কাজের তেলাপোকা তাড়াতে। বেশ কয়েকটি লবঙ্গ রেখে দিন রান্নাঘরের বিভিন্ন জায়গায়। ছোট্ট এই মসলাটির ঝাঁঝালো গন্ধ তেলাপোকার শত্রু
• শুধু তেলাপোকা নয়, সব ধরনের পোকামাকড় তাড়াতে ঘরে রেখে দিন নিমপাতা। নিম তেল বা নিমপাতার গুঁড়াও রাখতে পারেন।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসআইএস